ঢাকা, রবিবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩০ জুন) পুঁজিবাজারে সূচকের পতন হয়েছে। তবে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২১ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৪৪ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়েছে।

ডিএসইতে ৪৬৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন আগের দিনের তুলনায় টাকার পরিমাণে লেনদেন ৪৮ কোটি টাকা কমেছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫১৭ কোটি টাকার।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানির মধ্যে ১২২টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ১৭৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠান হলো- বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার, সিঙ্গার বিডি, ন্যাশনাল পলিমার, রানার অটোমোবাইল, বিবিএস কেবলস, কাট্টালি টেক্সটাইল, জেনেক্স ইনফোসিস এবং মুন্নু সিরামিক।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৩৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৩টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দর।

এ বাজারে ১১২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৬৯ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৯২ লাখ টাকার।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
এসএমএকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।