ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসই-৩০ সূচকে নতুন ৫ কোম্পানি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
ডিএসই-৩০ সূচকে নতুন ৫ কোম্পানি

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসই-৩০ সূচক সমন্বয় করা হয়েছে। সমন্বয়ের পর ডিএসই-৩০ সূচকে নতুন পাঁচটি কোম্পানি অন্তর্ভুক্ত হয়েছে। একই সঙ্গে পাঁচটি কোম্পানিকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুলাই) ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএসই-৩০ সূচকে অন্তর্ভুক্ত হওয়া নতুন কোম্পানিগুলো হলো- ইসলামী ব্যাংক, একমি ল্যাবরেটরিজ, মেঘনা পেট্রোলিয়াম, একটিভ ফাইন এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি।

তালিকা থেকে বাদ পড়া কোম্পানিগুলো হলো-পূবালী ব্যাংক, পদ্মা অয়েল, বিএসআরএম স্টিলস, আরএকে সিরামিক ও এসিআই লিমিটেড।

ডিএসই কর্তৃপক্ষ প্রতি প্রান্তিকে ডিএসই-৩০ সূচক সমন্বয় করে। এক্ষেত্রে সাধারণত নতুন কোম্পানিগুলো ডিএসইর প্রধান সূচকে অন্তর্ভুক্ত হয়। এবারের সমন্বয়ে শর্ত পরিপালনের মাধ্যমে এই পাঁচ কোম্পানি সূচকে অন্তর্ভুক্ত হয়েছে। আগামী ২১ জুলাই থেকে এটি কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এসএমএকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।