ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসই’র লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
ডিএসই’র লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২০ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমলেও বেড়েছে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২২৭ পয়েন্টে।

ডিএসইতে অপর দুই সূচকের মধ্যে শরিয়া সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২০৫ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৪৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৪৭২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১২ কোটি লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৪৮৫ কোটি ৩৬ লাখ টাকার।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানির শেয়ারের মধ্যে ১৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ১৪২টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ার দর।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠান হলো- ইউনাইটেড পাওয়ার, মুন্নু সিরামিক, খুলনা পাওয়ার, মুন্নু জুট স্টাফলার্স, জেএমআই সিরিঞ্জ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ওরিয়ন ইনফিউশন, বিকন ফার্মা, সিলকো ফার্মা এবং ফরচুন সুজ।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৭১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।  

সিএসইতে ৪৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২০ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২২ কোটি টাকার।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
এসএমএকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।