ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ইস্টার্ন লুব্রিকেন্টসের শতভাগ লভ্যাংশ ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
ইস্টার্ন লুব্রিকেন্টসের শতভাগ লভ্যাংশ ঘোষণা

ঢাকা: গত ৩০ জুন ২০১৯ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য শতভাগ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড।

মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২৩ টাকা ৪৫ পয়সা।

আগামী ৮ ফেব্রুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) মোটেল সৈকত, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন,  স্টেশনরোড, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ ডিসেম্বর।

এদিকে ইস্টার্ণ লুব্রিকেন্টস প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ১৪ পয়সা। যা এর আগের বছর একই সময় এক টাকা ৬৫ পয়সা ছিল।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।