ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পদত্যাগ করলেন ডিএসইর চিফ রেগুলেটরি অফিসার জিয়াউল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
পদত্যাগ করলেন ডিএসইর চিফ রেগুলেটরি অফিসার জিয়াউল এ কে এম জিয়াউল হাসান খান।

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) এ কে এম জিয়াউল হাসান খান পদত্যাগ করেছেন। 

রোববার (৫ জানুয়ারি) ডিএসইর পরিচালক শাকিল রিজভী বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিআরও এ কে এম জিয়াউল হাসান খান পদত্যাগ করেছেন।

তিনি শনিবার (৪ জানুয়ারি) মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন। অসুস্থতার কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। সিআরও দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। এ কারণে তিনি গত মাসের প্রথম সপ্তাহ থেকে চিকিৎসার জন্য ছুটিতে রয়েছেন। এছাড়াও তিনি বর্তমানে দেশের বাহিরে রয়েছেন।

জিয়াউল হাসান আগামী ১৫ জানুয়ারি থেকে পদত্যাগ চেয়ে চিঠি দিয়েছেন বলেও জানান ডিএসইর পরিচালক শাকিল।  

প্রসঙ্গত, জিয়াউল হাসান ডিএসই ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথককরণ (ডিমিউচ্যুয়ালাইজেশন) পরবর্তী তদারকি সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য প্রথম সিআরও হিসেবে ২০১৪ সালের এপ্রিলে তিন বছরের জন্য নিয়োগ পান। এরপরে তিন বছরের জন্য তার মেয়াদ নবায়ন করা হয়। যার মেয়াদ সীমা ছিল আগামী এপ্রিল মাস পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এসএমএকে/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।