ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইর সঙ্গে বিএসইসির বৈঠক অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
ডিএসইর সঙ্গে বিএসইসির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা: পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক করেছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে রাজধানীর আগারগাঁওয়ের বিএসইসির কার্যালয়ে এ বৈঠকটি শুরু হয়।

চলে দুপুর ২টা পর্যন্ত।

বৈঠক সূত্রে জানা গেছে, ডিএসইর ওয়েবসাইট সংক্রান্ত সাম্প্রতিক সমস্যা নিয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট, আইটি বিভাগের দক্ষতা সংক্রান্ত বিষয়ে বৈঠকে রিপোর্টটি প্রকাশ এবং এই বিষয়ে করণীয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৈঠকে বিএসইসির চেয়ারম্যান  শিবলী রুবাইয়াত উল ইসলাম, বিএসইসির কমিশনাররা ও ডিএসইর বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
এসএমএকে/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।