বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার চার শিশুকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
এর আগে বুধবার (৭ অক্টোবর) বিকেলে তাদের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বাকেরগঞ্জ আমলী আদালতে সোপর্দ করে পুলিশ।
আদালতের বিচারক মো. এনায়েতউল্লাহ এক আদেশে আসামি চার শিশুকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।
সন্ধ্যায় আদালত থেকে প্রিজন ভ্যানে তোলার সময় ওই চার শিশুর আহাজারিতে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।
এ ঘটনাটি ষড়যন্ত্র মূলক বলে দাবি করেছেন চার শিশুর স্বজনরা। এক শিশু আসামির স্বজন রুস্তম আলী সিকদার বাংলানিউজকে জানান, পূর্ব শত্রুতার জেরে ষড়যন্ত্রমূলকভাবে এ মামলা দেওয়া হয়েছে।
এদিকে এ মামলার ফয়সালা না হওয়া পর্যন্ত ওই চার শিশুকে বাবা-মায়ের জিন্মায় দেওয়ার দাবি করেছেন সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশালের সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা।
তবে এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হক।
প্রসঙ্গত, মঙ্গলবার (৬ অক্টোবর) বাকেরগঞ্জ থানায় ছয় বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, মামলার আসামিরা ওই শিশুটির খেলারসাথী। গত রোববার (৪ অক্টোবর) বিকেলে বাগানের মধ্যে খেলার সময় তাকে তিন আসামির সহযোগিতায় এক আসামি ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলার আসামিদের একজনের বয়স ১১ ও বাকি তিন জনের বয়স ১০ বছর দেখানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৫১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২০
এমএস/আরআইএস