ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

পিরোজপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে কুইজ প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
পিরোজপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে কুইজ প্রতিযোগিতা

পিরোজপুর: বসুন্ধরা গ্রুপের শুভসংঘ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার মানোন্নয়নে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।  

বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীম।

এতে ওই প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় শিক্ষার্থীরা সাধারণ জ্ঞান পর্ব বেশ আনন্দের সঙ্গে উপভোগ করে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি প্রেস ক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীম বলেন, শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করায় শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বেশি বেশি এমন ধরনের আয়োজন করলে শিক্ষার্থীদের জ্ঞান ও মেধার বিকাশ ঘটবে। আশাকরি কালের কণ্ঠ শুভসংঘ আগামীতে স্কুল ও কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করবে। এতে শিক্ষার্থীরা উপকৃত হবে। প্রতিযোগিতামূলক লেখাপড়ায় মনোযোগী হবে।

কালের কণ্ঠ জেলা প্রতিনিধি শিরিনা আফরোজের সঞ্চালনায় ও জেলা উদীচীর সভাপতির সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন- বিশেষ অতিথি মুনিরুজ্জামান নাসিম আলী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি এস এম তানভীর আহমেদ।  

এসময় উপস্থিত ছিলেন- শুভসংঘের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম,  সহ-সভাপতি মশিউর রহমান রাহাত, নিউজ ২৪-এর জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা, শুভসংঘের সাংগঠনিক সম্পাদক শেখ ইরাণী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ শুভসংঘের সাংগঠনিক কর্মকর্তা বৃন্দ।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ