ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

চরবিশ্বাসে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ক্ষতিকর প্লাস্টিক বর্জনের অঙ্গীকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
চরবিশ্বাসে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ক্ষতিকর প্লাস্টিক বর্জনের অঙ্গীকার

গলাচিপা (পটুয়াখালী): বসুন্ধরা শুভসংঘ গলাচিপার চরবিশ্বাস ইউনিয়ন শাখার উদ্যোগে রোববার বেলা ১টায় বসুন্ধরা শুভসংঘ স্কুলের হল রুমে ‘ক্ষতিকর প্লাস্টিক বর্জন ও আমাদের করণীয়’ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়।  

সভায় বক্তারা বলেন, এ গ্রাম আমাদের।

আমরা সবাই সচেতন হলে আমাদের গ্রাম সুন্দর পরিবেশ ফিরে পাবে। আমরা সবাই যদি একটু সচেতন হই তাহলেই আমাদের গ্রামে ক্ষতিকর প্লাস্টিক মুক্ত রাখতে পারবো। এসময় শিক্ষার্থী ও সাধারণ মানুষরা প্রতিজ্ঞা করেন- ‘আমাদের গ্রামকে পলিথিন ও ক্ষতিকর প্লাস্টিক মুক্ত রাখবো। বাজারে গেলে পলিথিন বর্জন করবো। ’ 

সভায় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের কর্মী বিধান চন্দ্র রায়, মো. নাইম আহসান, মো. সাইফুল ইসলাম, গণ অধিকার পরিষদের কর্মী মো. সাইদুল গাজী, বিএনপি নেতা ও সমাজকর্মী মো. আবু জাফর খান, বিএনপি কর্মী মো. আল আমিন সিকদার, সমাজসেবক মো. লিটন হাওলাদার, সমাজকর্মী মো. ইদ্রিস আকন, যুব অধিকার পরিষদের সভাপতি মো. ইলিয়াস আকন প্রমুখ।

বক্তারা আরো বলেন, আমাদের সবার সচেতন হতে হবে। কোন প্লাস্টিক ব্যবহার করা যাবে, কোনটি ব্যবহার শরীরের জন্য ঝুঁকিপূর্ণ এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লাস্টিক ব্যবহারের ফলে  ক্যান্সারের ঝুঁকি থাকে। এছাড়া আমাদের এলাকা কৃষি প্রধান। তাই আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে। যত্রতত্র প্লাস্টিক ফেলে রাখা যাবে না। এমনকি আমাদের গ্রাম তেঁতুলিয়া নদীর তীরে। এ নদীতেও কোন প্লাস্টিক ফেলা যাবে না। আমরা সচেতন হলে আমাদের গ্রাম সুন্দর হবে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ