ঢাকা, বুধবার, ১৪ মাঘ ১৪৩১, ২৯ জানুয়ারি ২০২৫, ২৮ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরার প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়ে সমৃদ্ধ হচ্ছে শায়েস্তাগঞ্জের ২০ পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
বসুন্ধরার প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়ে সমৃদ্ধ হচ্ছে শায়েস্তাগঞ্জের ২০ পরিবার

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তিন মাসের প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার পেয়ে সুখী-সমৃদ্ধ সংসার সাজানোর স্বপ্ন দেখছে ২০টি পরিবার।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার জহুরচান বিবি মহিলা কলেজে এক অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ২০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

এসব নারীর বেশিরভাগই গৃহবধূ ও শিক্ষার্থী। সংসারের সংগ্রাম করেও পড়াশোনা চালু রেখেছেন কেউ কেউ।

উপকারভোগীদের একজন হোসনে আরা স্বর্ণা। তিনি স্বামী-সন্তানসহ সংসার চালিয়েও শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক পড়ছেন।

বসুন্ধরা গ্রুপের তিন মাসের বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ গ্রহণ করেন স্বর্ণা। সেলাই মেশিন পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

তিনি বলেন, ‘এখন আমি লেখাপড়ার পাশাপাশি সেলাইয়ের কাজ করে সংসারেও কিছু টাকা দিয়ে সহযোগিতা করতে পারব। ’

বসুন্ধরা গ্রুপের মালিকের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।  

স্বপ্না আক্তার নামে আরেক প্রশিক্ষণপ্রাপ্ত নারী জানান, তিনি শুধু বাড়ির কাজ করতেন। এখন প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়ে আশপাশের বাড়ির মানুষদের পোশাক তৈরি করে দিয়ে টাকা উপার্জন করতে পারবেন।

কলেজের শিক্ষার্থী সাবিনা আক্তার বলেন, ‘সেলাইয়ের কাজ শিখতে পারায় নিজেকে অন্যদের থেকে একটু আলাদা মনে হচ্ছে। এই সেলাই মেশিন একদিন আমাকে স্বাবলম্বী করতে তুলবে ইনশাল্লাহ। ’

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক সৈয়দ মিজবাহ উদ্দিন।

সৈয়দ মিজবাহ উদ্দিন বলেন, দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কর্মসূচিগুলো অনন্য। সেলাই প্রশিক্ষণের মাধ্যমে দরিদ্র নারীরা শুধু নিজেরাই উপকৃত হবেন না; বরং দেশের জন্যও অবদান রাখবেন।  

এ সময় আরও বক্তব্য দেন জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শাহ ফখরুজ্জামান, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি জনি আহমেদ রাজু, সাধারণ সম্পাদক আফজাল হোসাইন রনি, নাছির হোসাইন, সৌরভ মিয়া, জহুর চান বিবি মহিলা কলেজ শাখার সভাপতি সোহানা সাবরিন জারা ও সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস জেমি।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ