ঢাকা, বুধবার, ১৪ মাঘ ১৪৩১, ২৯ জানুয়ারি ২০২৫, ২৮ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে চরফ্যাশনে সাইবার বুলিং সচেতনতা সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে চরফ্যাশনে সাইবার বুলিং সচেতনতা সভা

ভোলা: ভোলার চরফ্যাশনে শিক্ষার্থীদেরকে সচেতন করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সাইবার বুলিং নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলার ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

কালের কণ্ঠের চরফ্যাশন উপজেলা প্রতিনিধি কামরুল সিকদারের উপস্থাপনায় ও চরফ্যাশন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন জিন্নাগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কাজী মঞ্জুর হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের উপজেলা সভাপতি এম আমির হোসেন, চরফ্যাশন থানার উপ-পরিদর্শক (এসআই) নাঈম, মহিলা কলেজের শিক্ষক নুরুল হুদা রুমি।

সভায় উপস্থিত ছিলেন শুভসংঘের উপদেষ্টা এম আবু সিদ্দিক, শুভসংঘের দপ্তর সম্পাদক সাংবাদিক শফি উল্লাহ শফি, সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম নাঈম, মহিলা কলেজের শিক্ষক ফারুক রানা, শিক্ষক প্রতিনিধি আকতার হোসেন, প্রভাষক ফারহানা আফরোজ মোস্তাফিজুর রহমান, মুকবুল আহমেদ, রাজিব মজুমদার, পিটার, শফিকুল ইসলাম ও আছমা বেগম তানিয়া।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ