ঢাকা, বুধবার, ১৪ মাঘ ১৪৩১, ২৯ জানুয়ারি ২০২৫, ২৮ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

জুলাইয়ের গণ-অভ্যুত্থান নিয়ে গল্প আহ্বান কুবি বসুন্ধরা শুভসংঘের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
জুলাইয়ের গণ-অভ্যুত্থান নিয়ে গল্প আহ্বান কুবি বসুন্ধরা শুভসংঘের

২৪’এর জুলাইয়ে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও শহীদদের স্মরণে ‘জুলাই বিপ্লবে আমার অভিজ্ঞতা’ শীর্ষক গল্প লিখন প্রতিযোগিতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। আগামী ১০ ডিসেম্বর অবধি লিখা পাঠাতে পারবে অংশগ্রহণকারীরা।

অংশগ্রহণকারীদের নিজের সঙ্গে ঘটে যাওয়া বা নিজচোখে দেখা জুলাইয়ের গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট যেকোনো প্রকারের ঘটনার অভিজ্ঞতার ওপর ভিত্তি করে লিখে পাঠাতে হবে।

এ ছাড়াও অংশগ্রহণকারীকে অবশ্যই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে এবং গল্পটি (৩০০০) শব্দের মধ্যে হতে হবে।

তা ছাড়া অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রথম ১০ জনের জন্যে থাকছে আকর্ষণীয় পুরস্কার এবং সম্মাননা স্মারক (ক্রেস্ট)।

লেখা পাঠানোর ঠিকানা: http://[email protected]

অথবা বিস্তারিত জানতে : https://www.facebook.com/61567037773844/posts/pfbid02wU9nhF6iTf8QMxgfFHWFmafuwGuCbRjQ4ask3LXd6oQ9uDYurA93Y31bFDYMjR5pl/?app=fbl

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ