ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

বিজয়ের মাসে গৌরীপুরে বসুন্ধরা শুভসংঘের পতাকা মিছিল

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
বিজয়ের মাসে গৌরীপুরে বসুন্ধরা শুভসংঘের পতাকা মিছিল

ময়মনসিংহ: ডিসেম্বর মহান বিজয়ের মাস। এ মাস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে পতাকা মিছিল, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রেরণায়-এসো গড়ি বৈষম্যহীন স্বপ্নের বাংলাদেশ’-এ প্রতিপাদ্য নিয়ে রোববার (১ ডিসেম্বর) বিকেলে গৌরীপুর বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

এসব কর্মসূচিতে অংশ নেন গৌরীপুর সতীষা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদা ইয়াসমিন, গোলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্যাসিফ্লোরা সুলতানা, ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার, সহকারী শিক্ষক ফারহানা তানজিন স্মৃতি, শুভসংঘের কার্যকরী সদস্য রাকিবুল ইসলাম রাকিব, ওবায়দুর রহমান, জাহাঙ্গীর ইসলাম সাব্বির, বাঁধন দেবনাথ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পীযুষ রায় গণেশ, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটনসহ অনেকে।

গৌরীপুর বসুন্ধরা শুভসংঘের সভাপতি শঙ্কর ঘোষ পিলু বলেন, বসুন্ধরা গ্রুপের পরিচালনা ও সহযোগিতায় প্রতিটি মিডিয়া মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এগিয়ে যাচ্ছে। বসুন্ধরা শুভসংঘ বিজয়ের মাসের প্রথম দিন পতাকা মিছিল করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিচ্ছে।

গৌরীপুর বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক হারুন মিয়া বলেন, ১৯৭১ সালে যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে আমাদের বিজয় অর্জন হয়েছে, বিজয়ের মাসে সেই লাখো শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরতেই আজকে এ পতাকা মিছিল।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।