ঢাকা, বুধবার, ১৪ মাঘ ১৪৩১, ২৯ জানুয়ারি ২০২৫, ২৮ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

নারায়ণগঞ্জে বসুন্ধরা শুভসংঘের পিঠা উৎসব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
নারায়ণগঞ্জে বসুন্ধরা শুভসংঘের পিঠা উৎসব

নারায়ণগঞ্জ: বসুন্ধরা শুভসংঘের নারায়ণগঞ্জ জেলার সদস্যরা পিঠা উৎসব পালন করেছেন।  

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের চাষাঢ়ার প্রেসিডেন্ট রোড এলাকায় এ উৎসবের আয়োজন করা হয়।

 

এ সময় পাটিসাপটা, ভাপা, চিতুই, তেলের পিঠা, কুলি পিঠা, জামাই পিঠা, মিষ্টি পিঠাসহ নানা প্রকারের পিঠা দিয়ে সদস্যদের আপ্যায়ন করা হয়। উৎসবে বসুন্ধরা শুভসংঘের ভবিষ্যৎ বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

নারায়ণগঞ্জ শুভসংঘের সদস্যরা জানান, ‘শুভ কাজে সবার পাশে’ এই স্লোগান ধারণ করে আজকেই এই আয়োজন করা হয়। অতীতের ন্যায় নিঃস্বার্থভাবে ভবিষ্যতে কিভাবে শুভসংঘকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে প্রত্যয় ব্যক্ত করা হয়। এ ছাড়া বাঙালির ঐতিহ্যকে কিভাবে আগামী প্রজন্মের কাছে তুলে ধরা যায়, তা নিয়ে আমরা কাজ করব। ’

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির অ্যাডভোকেট এম এস এ মনির, কাজী মামুন, মেহেদী মঞ্জুর বকুল, প্রদীপ কুমার দাস, এস এম রাসেল, কবি মোহাম্মদ আল মনির, ফয়সাল আহম্মেদ, দীপ বাপ্পি, মো. আকাশ, নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক তানভীর হোসেন, নিউজ নারায়ণগঞ্জের স্টাফ রিপোর্টার মামুন হোসেন, মেহেদী হাসান সজীব, সাবিত আল হাসান, বিশ্বজিৎ দাস, শাজাহান দোলন, সোহেল রানা, শাহরিয়ার দিপ্ত, নিউজ টোয়েন্টিফোরের নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফ সুমন, বাংলাদেশ প্রতিদিনের নারায়ণগঞ্জ প্রতিনিধি মোবাশ্বির শ্রাবণ, কালের কণ্ঠ’র নারায়ণগঞ্জ প্রতিনিধি রাশেদুল ইসলাম রাজু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ