ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

খুলনায় শুভসংঘের পাঠচক্র

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
খুলনায় শুভসংঘের পাঠচক্র

শিক্ষার্থীদের বইপ্রেমী হিসেবে গড়ে তুলতে কাজ করছে খুলনা জেলা শুভসংঘ। নিয়মিত ব্যবধানে আয়োজিত হয় খুলনা শুভসংঘের পাঠচক্র।

তারই ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হলো খুলনা জেলা শুভ সংঘের পাঠচক্র। পাঠচক্র বিভিন্ন কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।  

পাঠচক্রে উপস্থিত শিক্ষার্থীরা উৎফুল্ল চিত্তে এই চক্রে অংশগ্রহণ করে। খুলনার পাইওনিয়ার মহিলা কলেজের শিক্ষার্থী তাসনিয়া বলেন, নিয়মিত এই চক্র অব্যাহত থাকলে শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের পাশাপাশি অন্য বই পড়াতে আগ্রহী হয়ে উঠবে। তাসনিয়ার পাশাপাশি জয় বাংলা কলেজের শিক্ষার্থী রুবেলও একই কথা বলেন। রুবেল জানান, এই পাঠচক্রের তিনি নিয়মিত শিক্ষার্থী। এই পাঠচক্রে এলে তার মন ভালো হয়ে যায়।  

আজকের পাঠচক্রটি অনুষ্ঠিত হয় নন্দিত কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘নয় মাস’ অবলম্বনে। পাঠচক্রটি সার্বিকভাবে পরিচালনা করেন খুলনা জেলা শুভসংঘের সভাপতি প্রভাষক বিপুল রায় চৌধুরী। তিনি শিক্ষার্থীদের নানা রকম দিকনির্দেশনা প্রদান করেন।  

উক্ত পাঠচক্রে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা শুভ সংঘের সহসভাপতি প্রভাষক দয়াল কৃষ্ণ সানা, অনিমেষ কুমার মজুমদার, রঞ্জন মন্ডল, রুবেল রহমান, আশিক রহমান, সুরেশ মন্ডল, আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।