ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

বেরোবিতে বসুন্ধরা শুভসংঘের নেতৃত্বে পুলক-সানজানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
বেরোবিতে বসুন্ধরা শুভসংঘের নেতৃত্বে পুলক-সানজানা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বসুন্ধরা শুভসংঘের ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোকামরুজ্জামান পুলক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী সানজানা ইবনাত।

সোমবার (৯ ডিসেম্বর) বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সহসভাপতি হয়েছেন মো. ইমন আলী, মো. আবুল খায়ের জায়ীদ, মো. আবু সৈয়দ সাঈদ, মীর মোহতাসিম হোসেন সিয়াম, মো. শাহরিয়ার রহমান আবু।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ফাহিম শাহরিয়ার, সীমান্ত চক্রবর্তী, ফরিদ হাসান, আবির ইলাহি।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন আজিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক তৌকির ইসলাম। অর্থ সম্পাদক শরিফুল ইসলাম সজীব, দপ্তর সম্পাদক সাজ্জাদুর রহমান, নারী বিষয়ক সম্পাদক সুমাইয়া ইসলাম সিহা, ইভেন্ট সম্পাদক সাকিব হাসান, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আবীর ইলাহী জুবায়ের, প্রচার সম্পাদক মাসফিকুল হাসান, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সাকিব।

এ ছাড়া স্বাস্থ্য ও মানবসম্পাদক বিষয়ক সম্পাদক মাসরিকুল হাসান সোহেল, ক্রীড়া সম্পাদক আবির হোসাইন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিরাজুল ইসলাম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক জান্নাতুল মাওয়া জ্যোতি, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক রুশাইদ ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবিদা সুলতানা রুকু, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রায়হান আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক রিপন শাহরিয়ার।

এ ছাড়াও কার্যকরী সদস্য মেহেদী হাসান মুন্না, সায়েম খান, মো. রকিবুল হাসান, শান্ত সরকার নুসরাত জামান।

উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধান, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ-উল-হাসান এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সোহাগ আলী।

দায়িত্ব পাওয়ার পর নতুন কমিটির সভাপতি মো কামরুজ্জামান পুলক বলেন, বসুন্ধরা শুভসংঘ একটি সামাজিক সেবামূলক সংগঠন। এর প্রধান উদ্দেশ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের সাহায্য করা, সমাজে সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য এবং মানবিক উন্নয়ন নিয়ে কাজ করা।

এসব কাজের মাধ্যমে ইতিমধ্যে দেশব্যাপী বসুন্ধরা শুভসংঘের কাজ বেশ প্রশংসনীয়। বেরোবিতে শুভসংঘের কার্যক্রম আবার শুরু হওয়াতে শিক্ষার্থীরা বেশ আনন্দিত। আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চেষ্টা করব। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় এবং এর আশেপাশের এলাকাগুলোতে আলোর মশাল জ্বালাব।

সাধারণ সম্পাদক সানজানা ইবনাত বলেন, বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় আপনাদের সকলের অবিশ্বাস্য সমর্থনের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ।

আমাদের সংঘের মূলমন্ত্র, ‘শুভ কাজে সবার পাশে’, আমাদের সকলের জন্য একটি স্পষ্ট পথ নির্দেশ করে। এই মূলমন্ত্রকে বাস্তবায়িত করতে আমরা সবাই মিলে কাজ করব। আমরা সামাজিক কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা এবং যুব উন্নয়নে আরো বেশি করে জড়িত হব। সদস্যদের অংশগ্রহণ, পারদর্শিতা ও জবাবদিহিতা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সকলের সহযোগিতায় আমরা বসুন্ধরা শুভ সংঘকে আরো শক্তিশালী ও জনপ্রিয় করে তুলতে পারব, এই আশা রাখি।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।