মহান বিজয় দিবস উপলক্ষে নীলফামারীর জলঢাকায় শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জলঢাকা রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রী কলেজ হলরুমে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ১৫০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া সুরাইয়া আক্তার ও সীমা আক্তার সুমাইয়া বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ হতে ২০২৪ সালের ছাত্র আন্দোলন পর্যন্ত সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ইতিহাসের উপর প্রশ্ন করা হয়। আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে যা আমাদের কাজে লাগবে। এমন উদ্যোগ গ্রহণ করায় আমরা বসুন্ধরা শুভসংঘ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
কুইজ অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত হয়ে রাবেয়া চৌধুরী ডিগ্রী মহিলা কলেজ জ্যেষ্ঠ প্রভাষক একরামুল হক ও মিনাবুর রহমান বলেন, শিক্ষার্থীরা এমন অনুষ্ঠানের মধ্য দিয়ে অনেক অজানাকে জানতে পারে। এমন কুইজ অনুষ্ঠানের আয়োজন করায় বসুন্ধরা শুভসংঘ কর্তৃপক্ষকে ধন্যবাদ। আশা করি আগামীতে বসুন্ধরা শুভসংঘ শিক্ষার্থীদের জন্য আরও নতুনত্ব নিয়ে আসবে।
কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সাথী আক্তার ও দ্বিতীয় স্থান অর্জন করেন পূর্ণতা রায়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণকালীন উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা শাখা বসুন্ধরা শুভসংঘ সভাপতি অধ্যক্ষ বিবেকানন্দ মহন্ত, প্রভাষক পরমানন্দ রায়, শ্যামল কান্তি রায় প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
নিউজ ডেস্ক