এক অসহায় ভাগ্যহীন বৃদ্ধ রহিম মিয়া। বসবাস কর্ণফুলী উপজেলার বড়উঠানে।
বুধবার (১৮ ডিসেম্বর) কর্ণফুলী উপজেলা সদরসহ আশে পাশের এলাকায় দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করে শুভসংঘ। শুভসংঘ বন্ধুরা অসহায় এসব মানুষের বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেয়। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি জালাল উদ্দীন রোকন, সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক আরাফাত উদ্দিন রিয়ান, হায়াত তাজবির, গিয়াস উদ্দিন, জসিম উদ্দিন, হাসিনা আক্তার, শাহিন, তাসমিন, ইমন প্রমুখ।
খাদ্য সহায়তা পেয়ে বৃদ্ধা জরিতন নেছা চোখের পানি ধরে রাখতে পারেননি। তিনি ভিক্ষা করে জীবনধারণ করেন। বয়সের ভাড়ে ভিক্ষা করাটাও তার জন্য দুঃসাধ্য। জীর্ণ শীর্ণ একটি খুপরি ঘরে তিনি রাত কাটান। হঠাৎ শুভসংঘের বন্ধুদের কাছ থেকে খাদ্য সহায়তা পেয়ে অবাক হয়ে যান। তিনি শুভসংঘের বন্ধুদের জন্য মন খুলে দোয়া করেন।
শুভসংঘ কর্ণফুলি উপজেলা শাখার সভাপতি শারমিন লাকী বলেন, প্রতিষ্টার পর থেকেই আমাদের চেষ্টা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। পরম করুনাময়ের ইচ্ছায় আমরা কিছুটা হলেও এই দরিদ্র অসহায় মানুষের পাশে থাকতে পেরেছি। কিন্তু আরো সহযোগিতা দরকার। তাই সবার কাছে অনুরোধ শুভসংঘের মত সবাই এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
নিউজ ডেস্ক