ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের আয়োজনে চুয়াডাঙ্গায় শব্দ দূষণ প্রতিরোধে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
বসুন্ধরা শুভসংঘের আয়োজনে চুয়াডাঙ্গায় শব্দ দূষণ প্রতিরোধে মানববন্ধন

চুয়াডাঙ্গা: শব্দ দূষণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন হয়েছে।  

বসুন্ধরা শুভসংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শব্দ দূষণ প্রতিরোধে বাংলাদেশে বিদ্যমান আইনে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব। কিন্তু বেশির ভাগ সময়ই তা বাস্তবায়ন হচ্ছে না। প্রায়ই সড়কে চলাচলকারী যানবাহনে উচ্চ শব্দে হর্ন বাজানো হয়। বিভিন্ন অনুষ্ঠানে উচ্চস্বরে মাইক বাজানো হয়। এসব মানুষের শ্রবণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এজন্য অবিলম্বে শব্দ দূষণ প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগ করা দরকার।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট মানিক আকবর, সহ-সভাপতি কানিজ সুলতানা, সদর উপজেলা শুভসংঘের সভাপতি অ্যাডভোকেট বদর উদ্দিন, দামুড়হুদা উপজেলার সভাপতি অ্যাডভোকেট ইসমাইল হোসেন, মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক মুন্সি, উদীচী চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাবিবী জহির রায়হান, নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, শুভসংঘ জেলা শাখার দপ্তর সম্পাদক শেখ লিটন, সদস্য জামান আখতার, কিশোর কুমার কুন্ডু, আনোয়ার হোসেন, শামীম আহাম্মেদ বিপ্লব, আলমগীর হোসেন, আক্তার আলী, বহুলুল হাসানসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ