বগুড়া: বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দী এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর বসবাস। স্থানীয়ভাবে প্রতিষ্ঠিত মারকাজুল উলুম নূরানী কওমী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় পড়ালেখা করে ৫০ জন শিক্ষার্থী।
সারিয়াকান্দি উপজেলা বসুন্ধরা শুভসংঘের সদস্যরা জানতে পারেন যে মাদরাসাটিতে কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রয়োজন।
এরপর শুক্রবার (২০ ডিসেম্বর) উক্ত মাদরাসায় গিয়ে টয়লেট টিস্যু, সাবান, টুথপেস্ট, গামছাসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে আসেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। এসব উপহার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে।
মাদরাসাটির পরিচালক শহিদুল ইসলাম বলেন, খুব কষ্ট করে বিভিন্ন জনের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে বাচ্চাদের পড়াশোনা চালাচ্ছি। আপনারা না চাইতেই মাদরাসার এতিম বাচ্চাদের জন্য এসব উপহার এনেছেন। আল্লাহ তায়ালা আপনাদের কবুল করুন।
তিনি আরও বলেন, আপনারা যেহেতু বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এসব উপহার এনেছেন, আল্লাহ তায়ালা যেন বসুন্ধরার মালিকের অনেক অনেক ভালো করেন। ভবিষ্যতে আপনারা আমাদের মাদরাসার দিকে একটু নেক নজর রাখবেন।
উপস্থিত স্থানীয় বাসিন্দা হাতেম আলী বলেন, হামাগোরে ছোলপোল পড়ার জন্যি ম্যালা কষ্ট করে। আপনেগরে কাছ থ্যাকা জিনিসপত্তর প্যায়লা এরিগরে ম্যালা উপক্যার হোলো, আল্লায় য্যান আপনেগরে ভালো করেন।
উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সারিয়াকান্দি উপজেলা শাখা কমিটির সভাপতি সুজিত সাগর, সাধারণ সম্পাদক সাজু, সহসভাপতি শাহাদাৎ জামান, সহ-সভাপতি শাহিন আলম, রনজিত কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক পাভেল মিয়া এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
এসআই