ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

নতুন বই পেয়ে উচ্ছ্বসিত লালপুরের বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
নতুন বই পেয়ে উচ্ছ্বসিত লালপুরের বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীরা

নাটোরের লালপুরে বসুন্ধরা শুভসংঘ স্কুলে আজ এক অনন্য আয়োজনের সূচনা হলো। যেখানে সূর্যোদয়ের আলো ছড়াতে শুরু করেছিল নতুন আশার রশ্মি, সেখানে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো নতুন পাঠ্যবই।

যেন বইয়ের পাতা নয়, বরং ভবিষ্যতের স্বপ্নের সোপান।

এদিনটি ছিল শিক্ষার উজ্জ্বল শিখরে ওঠার শুরু, এক নতুন অধ্যায়ের উন্মোচন, যেখানে প্রতিটি ছাত্র-ছাত্রী হাতে পেল তার আগামীর পথচলার একটি নতুন দিশারী।

স্কুলের প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত, উদ্দীপনায় ভরা, যেন সেখানে নবজন্মের উৎসব চলছে।  
শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সমাবেশে মূর্ত হয়ে উঠেছিল শিক্ষার প্রতি এক নতুন অধ্যবসায়, এক নতুন প্রত্যাশা।

আজ রবিবার (৫ জানুয়ারি) সকালে বসুন্ধরা শুভসংঘ স্কুলে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়। পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ স্কুলের সমন্বয়ক আক্তারুজ্জামান বাবু ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
 
বই বিতরণ শেষে বসুন্ধরা শুভসংঘ স্কুলের সমন্বয়ক আক্তারুজ্জামান বাবু বলেন, "এটি শুধু নতুন বই বিতরণের অনুষ্ঠান নয়, এটি একটি প্রতিশ্রুতি, যা আমাদের শিক্ষার উন্নতির দিকে এগিয়ে যেতে সাহায্য করবে।  

বই যেন এক নতুন আকাশের দিগন্ত, যেখানে আমাদের শিক্ষার্থীরা সঠিক পথের সন্ধান পাবে। শিক্ষা শুধু তথ্যের আদান-প্রদান নয়, এটি জীবনের প্রতি একটি দৃষ্টিভঙ্গি, যা সৃষ্টিশীলতা, মানবিকতা এবং দায়িত্ববোধকে ধারণ করে। "

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।