'শুভ কাজে সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে হিমালয়ের পাদদেশের জেলা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় হোটেল শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ পীরগঞ্জ উপজেলা শাখা। পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিভিন্ন হোটেলে কর্মরত দুস্থ শ্রমিকদের মধ্যে আজ সোমবার (০৬ জানুয়ারি) এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল ও সৈয়দপুর সরকারি কলেজের আধ্যাপক আসাদুজ্জামান আসাদ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হয়ে শ্রমিকদের হাতে কম্বল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘ পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি তারেক হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, যুগ্ন সম্পাদক বাদল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান মানিক, প্রকাশনা সম্পাদক ফাইদুল ইসলাম, নির্বাহী সদস্য অধ্যাপক আসাদুজ্জামান আসাদ, সাজেদুর রহমাস সাজু, তাসীন বিনতে তারেক।
কম্বল পাওয়ার পর ফাতেমা নামের এক বৃদ্ধা বলেন, "আজ বসুন্ধরা শুভসংঘের কম্বল পেয়ে খুব ভালো লাগছে। এই শীতে কম্বলটি আমার বেশ কাজে আসবে। শুভসংঘের আন্তরিকতায় আমরা খুব খুশি হয়েছি। "
সৈয়দপুর সরকারি কলেজের আধ্যাপক আসাদুজ্জামান আসাদ বলেন, "বসুন্ধরা শুভসংঘ পীরগঞ্জ উপজেলা শাখা বরাবরই বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছে। আমি তাদের এই মানবিক কাজকে সাধুবাদ জানাই। "
পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা শুভসংঘের উপদেষ্টা জয়নাল আবেদীন বাবুল বলেন, "বসুন্ধরা শুভসংঘ পীরগঞ্জে করোনা কালে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে দৃষ্টান্ত সৃষ্টি করেছিল। পরবর্তীতে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি। যা এলাকায় প্রশংসিত হচ্ছে। "
বসুন্ধরা শুভসংঘ পীররগঞ্জ শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল বলেন, "নতুন বছরে কিছু উপহার দিতে পেরে আমদের অনেক ভালো লাগছে। বসুন্ধরা শুভসংঘ পীরগঞ্জ শাখা সমাজসেবার কাজ অব্যাহত রাখবে। "
বসুন্ধরা শুভসংঘ পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি তারেক হোসেন বলেন, ''আমরা বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে আসছি। আগামীতে আরো বৃহৎ পরিসরে আমাদের এলাকায় এ কর্মকাণ্ড পরিচালনা করা হবে, যা এলাকার মানুষের সহায়ক ভূমিকা রাখবে। "
উল্লেখ্য, বসুন্ধরা শুভসংঘ পীরগঞ্জ উপজেলা শাখা শীতবস্ত্র বিতরণের পাশাপাশি এতিমখানা, বৃদ্ধাশ্রম, দরিদ্র ও মেধাবীদের সহায়তা, ঈদসামগ্রী বিতরণ, বৃক্ষরোপণসহ স্বাবলম্বীকরণ কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানবিক সহায়তা দিয়ে থাকে।
শীতবস্ত্র পেয়ে উপস্থিত শ্রমিকরা বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৫
নিউজ ডেস্ক