ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

সৈয়দপুরে বসুন্ধরা শুভসংঘ সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
সৈয়দপুরে বসুন্ধরা শুভসংঘ সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন 

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অর্থায়নে বসুন্ধরা শুভসংঘ সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।  

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল তিনটায় সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুরে অবস্থিত শিশু স্বর্গ বিদ্যা নিকেতনে ওই প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বসুন্ধরা শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ও সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আলহাজ্ব মো. নাছিম রেজা শাহ্ এতে সভাপতিত্ব করেন। এ সময় বসুন্ধরা শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখার উপদেষ্টা ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু, সাংবাদিক নজির হোসেন নজু, বসুন্ধরা শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. শফিকুল আলম, বসুন্ধরা শুভ সংঘ প্রশিক্ষণ কেন্দ্রের সেলাই প্রশিক্ষক মো. ফারুক হোসেন ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করার উদ্যোগে ওই কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এতে ২০ জন অস্বচ্ছল নারীদের সেলাই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণ সুষ্ঠু ও সুচারুভাবে সম্পাদনের জন্য দক্ষ ও অভিজ্ঞ একজন সেলাই প্রশিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে ইতোমধ্যে।  

চলতি বছরের জানুয়ারি মাস থেকে শুরু হয়ে আগামী এপ্রিল মাস পর্যন্ত তিন মাসব্যাপী প্রশিক্ষণ চলবে। প্রতি মাসের শুক্র ও শনিবার ওই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণ প্রদান শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে স্বাবলম্বী করতে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে একটি করে সেলাই মেশিন সরবরাহ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।