পৌষের সকাল। কুয়াশা ভেদ করে সকালের মিষ্টি রোদ উঁকি দিচ্ছে।
মায়ের জন্য একটি শাড়ি চেয়েছিল সুবিধাবঞ্চিত শিশু মামুন। আর বাপ্পি নামের এক শিশু নাটাই, সুতা এবং ঘুড়ির আবদার করেছিল। বসুন্ধরা শুভসংঘের সদস্যরা তাদের এই ছোট্ট কিন্তু হৃদয়ছোঁয়া ইচ্ছা দুটি পূরণের দায়িত্ব নিয়ে তা সফলভাবে বাস্তবায়ন করেছেন।
আজ রবিবার ইচ্ছা পূরণের দিনটিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি নুসরাত জাহান ইতি, সাধারণ সম্পাদক ওবাইদুল হক মুন্না, সহসাংগঠনিক সম্পাদক মেহেরাব মুছলেহ সালাত, অর্থ সম্পাদক ইসরাত জেবিন ইভা, সহ-দপ্তর সম্পাদক আরিশা জাহান আরশি, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইভা, সহ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রিদিতা রায়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইভা হোসেন জবা, ক্রীড়া সম্পাদক মো. রবিন মিয়া, কার্যকরী সদস্য সাদিয়া আক্তার ও মোহাম্মদ তাকি।
বসুন্ধরা শুভসংঘ কিশোরগঞ্জ জেলা সভাপতি নুসরাত জাহান ইতি বলেন, ‘নবগঠিত জেলা কমিটির সব সদস্য আজকের এই আয়োজনটি সফল করতে পেরে আমরা আত্মতৃপ্তিতে উদ্বেলিত। আমরা শুভ কাজে সবার পাশে থাকার ব্রত নিয়ে সুবিধাবঞ্চিত শিশুসহ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোর এই প্রচেষ্টা অব্যাহত রাখব। ’
বসুন্ধরা শুভসংঘ কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ওবাইদুল হক মুন্না বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর মনে ইতোমধ্যে প্রশংসার ছাপ ফেলেছে। আমরা সামাজিক কাজকে ছড়িয়ে দিতে ও নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে একজোট হয়ে কাজ করে যাব।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৪
নিউজ ডেস্ক