হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজ শাখা বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সামাজিক সচেতনতামূলক তিনটি নাটিকা পরিবেশিত হয়েছে।
‘এসএসসিতে অনার্স’, ‘তালাক’ ও ‘ভুয়া ডাক্তার’ নামে তিনটি নাটক শিক্ষার্থীদের মাঝে আনন্দের পাশাপাশি সমাজ সচেতনতার শিক্ষা দিয়েছে।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) পৌষের মেঘমুক্ত ঝলমলে রৌদ্রোজ্জ্বল দুপুরে তুমুল করতালি দিয়ে আনন্দ করেছেন শিক্ষার্থীরা।
কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রভাষক মিনার হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তহুরা বেগম। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক শামীমা আক্তার, প্রভাষক মহিউদ্দিন, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক আরিফুর রহমান প্রভাষক কাজী শেফা, প্রভাষক মমতাজ জাহান, সহকারী শিক্ষক ইমরানুল হক। শুভ সংঘের কলেজ শাখার সভাপতি জান্নাতুল ফেরদৌস জেমি, সাধারণ সম্পাদক সোহানা সাবরিন জারা।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
এসএএইচ