দিনাজপুর: যৌতুক, নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক করেছে বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সদর উপজেলা শাখা।
শাখাটির উদ্যোগে শুক্রবার (১৭ জানুয়ারি) দিনাজপুরের সদর উপজেলার খোদমাধবপুর মিস্ত্রিপাড়ায় মিস্ত্রিপাড়া উন্নয়ন সংঘ ক্লাবে অর্ধশতাধিক নারী-পুরুষের উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বক্তারা বলেন, যৌতুক ও বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। যৌতুকের কারণে অধিকাংশ বিবাহিত নারী শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হন। যৌতুক ও বাল্যবিবাহ ধর্মীয় ও আইনের পরিপন্থি। সবাইকে নিজ নিজ জায়গা থেকে পারিবারিক সচেতনতা গড়ে তুলতে হবে। আপনারা আপনাদের সন্তানদের অল্প বয়সে বিয়ে দিবেন না। নিজেদের ছেলে-মেয়েদের অপ্রাপ্ত বয়সে বিয়ে দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেবেন না। ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন। দেখবেন একদিন আপনার ছেলে-মেয়েরাই আপনার সমাজ ও দেশের মুখ উজ্জ্বল করবে।
এ সময় বাল্যবিয়ে যৌতুকের কারণে নির্যাতন, মামলা, তালাক, মাদকের ভয়াবহতার চিত্র তুলে ধরে বক্তারা বলেন, যৌতুক, বাল্যবিয়ে, মাদক, নারী নির্যাতনকে না বলতে হবে। নারীদের শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
কর্মমুখী শিক্ষা গ্রহণ করে সমাজ থেকে বেকারত্ব দূর করতে হবে। সবাইকে বুঝাতে হবে যে যৌতুক চাওয়া আর ভিক্ষা চাওয়া একই কথা।
যৌতুক, নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠকে বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর জেলা শাখার শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠ'র দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলার সভাপতি আসতারুল আলম, সহ-সভাপতি মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, দপ্তর সম্পাদক মিলন আহম্মেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আল মোমিন, কার্যকরী সদস্য জাকারিয়া ইসলাম জীবন, হারুন উর রশিদ, সাকিব হাসান, সাগর হোসেন, আল মামুন, আরিফ হোসেন, রুফাইদ, সাইমুন চৌধুরী প্রমুখ।
এছাড়া অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন আইনুল হক, নাসরিন আক্তার লুনা, মো. রজ্জব আলী, আরমান হোসেন, রিমেল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
এসআরএস