ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

ঢাবিতে বসুন্ধরা শুভসংঘের সাহিত্য আড্ডা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
ঢাবিতে বসুন্ধরা শুভসংঘের সাহিত্য আড্ডা

ফেব্রুয়ারি মাস দরজায় কড়া নাড়ছে। এ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সোহরাওয়ার্দী উদ্যান এলাকা সাহিত্যিকদের অন্যরকম আড্ডাখানায় পরিণত হয়।

মাসব্যাপী চারদিকে নতুন বই এবং লেখকদের সমাগমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। এরই প্রস্তুতি হিসেবে  আজ বুধবার (২২ জানুয়ারি) বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মার্লোচত্বরে (মলচত্বর) জমে উঠে সাহিত্য আড্ডা।

তরুণদের সাহিত্য রিভিউ এবং কবিতা আবৃত্তি অনুষ্ঠানের আমেজকে বাড়িয়ে দেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ মো. হাসিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আমিনুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু হুরাইরা আতিক, কোষাধ্যক্ষ আব্দুল মোমিন, আইন সম্পাদক আরিব হাসান শাওন, সদস্য শারমিন, ঋতু, ঈশিতা, প্রিয়া, অনিক, জুয়েল, হানিফ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখার সভাপতি মেহেদী হাসান, গভঃ কলেজ অব এপ্লাইড হিউম্যান সাইন্স শাখার সভাপতি মুসলেমিনা সুলতানা, সদস্য বিপাশা বিথী, মুন্নি, জাকিয়া, আফিয়া, নাবিলা, সঞ্চিতা, রুকাইয়া, তাসলিমা, ফাহমিদা, রাজমিন, লামিয়া, বৃষ্টিসহ ইডেন মহিলা কলেজ শাখার প্রতিনিধি সাহিদা আক্তার, বসুন্ধরা শুভসংঘ  ঢাকা কলেজ শাখার আশিকুর রহমান, আল-আমিন, হানিফ, এমদাদুল, সজল, জুয়েলসহ অনেকে।

অনুষ্ঠানে জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন স্যারের বিখ্যাত উপন্যাস ‘নূরজাহান’ সম্পর্কে আলোচনা করেন বসুন্ধরা শুভসংঘ এপ্লাইড কলেজ অব হিউম্যান সাইন্স শাখার সদস্য লাবণ্য মল্লিক। আকবর আলী খান স্যারের ‘পরার্থপরতার অর্থনীতি’ বই সম্পর্কে আলোচনা করেন বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কোষাধ্যক্ষ আব্দুল মোমিন।

এছাড়াও বসুন্ধরা শুভসংঘ এপ্লাইড কলেজ অব হিউম্যান সাইন্স শাখার সদস্য ইসরাত জাহান আবৃত্তি করেন মহাদেব সাহা কর্তৃক রচিত ‘এক কোটি বছর তোমাকে দেখিনা’। বসুন্ধরা শুভসংঘ এপ্লাইড কলেজ অব হিউম্যান সাইন্স শাখার সদস্য আফিয়া খান সারা আবৃত্তি করেন ‘এবার যদি যেতে হয়’ নামক কবিতা।

বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ মো. হাসিবুর রহমান বলেন, সাহিত্য মানুষের অন্তরের খোরাক। সাহিত্য আড্ডায় অন্তরের খোরাক পরিপূর্ণ হয়।

সাহিত্য জীবনের প্রতি আগ্রহ বাড়িয়ে তোলে। বসুন্ধরা শুভসংঘ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাহিত্যচর্চায় আগ্রহী করে তুলতে চেষ্টা করে থাকে।  

বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আমিনুর রহমান বলেন, সাহিত্য মানুষকে কল্পনার জগতে নিয়ে যায়, মানুষের চিন্তা শক্তিকে বৃদ্ধি করতে সাহিত্যের বিকল্প নেই। সাহিত্য মানুষকে নতুনভাবে, পথ দেখায়, বাঁচতে শেখায়। যে দেশের সাহিত্য যত উন্নত, সে দেশের মানুষের চিন্তাশক্তি তত উন্নত।

সাহিত্য আড্ডার মাধ্যমে নতুন আবৃত্তিকারের জন্ম হওয়ার সুযোগ থাকে এবং সাহিত্যের প্রতি অনুরাগ জন্মে, ভালোবাসা তৈরি হয়। সৃজনশীল এমন আয়োজন নিয়মিত করার ব্যাপারে বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।