কনকনে শীতে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে কম্বল পেয়েছেন ময়মনসিংহের গৌরীপুর রেলস্টেশনের হতদরিদ্র, অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষ।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ঐতিহাসিক ‘গৌরীপুর জংশনে’ ২০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বেশ কিছুদিন ধরেই তীব্র শীতের মধ্যে রেলস্টেশনে অবস্থান করা ছিন্নমূল মানুষেরা অতিকষ্টে জীবন পাড় করছিল। তাদের এ কষ্টে শীতববস্ত্র দিতে কেউ এগিয়ে আসেনি। অবশেষে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা তাদের কাছে গিয়ে কম্বল তুলে দেন। এ সময় মনোয়ারা, হাদিসা, জয়নাবা ও গফুর মিয়াসহ অনেকেই কম্বল পেয়ে জানান, তীব্র শীতের মধ্যে তারা চটের বস্তা দিয়ে শীত নিবারণ করছিলেন। এই কম্বল পেয়ে এখন তাদের শীত নিবারণ করতে পারবেন।
রূপালি (৪৫) নামে আংশিক মানসিক প্রতিবন্ধী নারী হাত তুলে দোয়া করে বলেন, ‘অহন গয়ম (গরম) লাগবো, মজা কইর্যা ঘুমাইয়াম। ’
ভাসমান আইনাল হক (৫০) বলেন, এই কম্বলেই অহন আমার সম্বল অইবো। আর ঠান্ডা লাগতো না। ’
ঝুমেলা বেগম (৬০) বলেন, কত চাইছি কেউ দিছে না। এ সময় কম্বল নিয়ে তাকে হাসতে দেখা গেছে। কম্বল বিতরণে সার্বিক দায়িত্ব পালন করেছেন সভাপতি শংকর ঘোষ পিলু, সাধারণ সম্পাদক হারুন মিয়া, সহ-সম্পাদক সানজিদা আক্তার, শামীমা আলভী, সদস্য রাকিবুল ইসলাম রাকিব, ওবায়দুর রহমান, তানজিদ হাসান সৌরভ, মো. সুজন মিয়া।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
নিউজ ডেস্ক