ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

কুড়িগ্রামে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
কুড়িগ্রামে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীরা

নতুন শিক্ষাবর্ষ মানেই নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। প্রতিটি বই যেন তাদের জন্য নতুন কল্পনা, নতুন আশা এবং নতুন জ্ঞানের দুয়ার খুলে দেয়।

বইয়ের প্রতিটি পাতা তাদের ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণায় ভরিয়ে তোলে।

ঠিক এমনই এক আনন্দঘন দৃশ্য দেখা গেল কুড়িগ্রামের উলিপুর উপজেলার বসুন্ধরা শুভসংঘ স্কুল ক্যাম্পাসে।

নতুন বই হাতে পেয়ে স্কুলের শিক্ষার্থীরা উচ্ছ্বাসে মেতে উঠল। বইয়ের গন্ধ নিতে নিতে, তারা বইগুলো দু'হাতে বুকে জড়িয়ে ধরে তাদের আনন্দ প্রকাশ করছিল।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলংকারকুঠিতে অবস্থিত বসুন্ধরা শুভসংঘ স্কুলে ৪০ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি ও শুভসংঘ স্কুলের সমন্বয়ক রোকনুজ্জামান মানু, শিক্ষক আবু সাঈদ সরকার এবং অভিভাবক হায়দার আলী প্রমুখ।

সবুজ মিয়া, মঞ্জু মিয়া, খাদিজা খাতুন, মরিয়ম খাতুন ও বিউটির মতো কয়েকজন শিক্ষার্থী জানায়, কয়েকদিন ধরে আমরা নতুন বইয়ের জন্য অপেক্ষা করছিলাম। আজ বই পেয়ে খুব আনন্দ লাগছে। এখন থেকে আমরা নিয়মিত স্কুলে আসব এবং ভালো করে পড়ালেখা করব।

অভিভাবক হায়দার আলী, সুমি বেগম ও রিক্তা খাতুন জানান, এই চরে আগে কোনো স্কুল ছিল না।

আমাদের সন্তানরা পড়ালেখার সুযোগ পেত না। গত বছর বসুন্ধরা শুভসংঘ স্কুল চালু হওয়ায় আমরা খুব উপকৃত হয়েছি। এখন চরের সন্তানরা পড়ালেখা করতে পারছে। আমরা আশা করি, এই স্কুলের মাধ্যমে আমাদের সন্তানরা ভবিষ্যতে জাতির কল্যাণে কাজ করবে।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।