ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

শরীয়তপুরের প্রত্যন্ত গ্রামে কম্বল বিতরণ বসুন্ধরা শুভসংঘের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৫
শরীয়তপুরের প্রত্যন্ত গ্রামে কম্বল বিতরণ বসুন্ধরা শুভসংঘের

শরীয়তপুর জেলা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় গোসাইরহাটের নাগেরপাড়া ইউনিয়নের উত্তর নাগেরপাড়া গ্রামের মোল্লাবাড়িতে ৪০টি পরিবারের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের শরীয়তপুর প্রতিনিধি শরিফুল আলম ইমন, সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, রাজ্জাক মোল্লা, লোকমান মোল্লা প্রমুখ।

নাগেরপাড়া ও বালিকুরি গ্রামের কম্বল নিতে আসা আনোয়ার হোসেন লস্কর, সালমা আক্তার কালের কণ্ঠকে বলেন, ‘এই শুভসংঘের হেরা আমাগো এই গ্রামে যে কম্বল দিতে আইছে, আমরা অনেক খুশি হইছি। তার পরও তো হেরা আইছে। এর আগে আমাগো এই গ্রামে কম্বল দিতে কেউ আহে নাই। আমরা দোয়া করি, আল্লাহ হেগোরে ভালো রাহুক। আর আমাগো গরিব গো খোঁজখবর যেন ভবিষ্যতেও হেরা রাহে। ’

শুভসংঘ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মোল্লা বলেন, ‘শুভসংঘ শুভ কাজে সবার পাশে। আসলে শুভসংঘ সব সময়ই শুভ কাজে সবার পাশেই থাকে। এরই ধারাবাহিকতায় নাগের পাড়ার এই প্রত্যন্ত গ্রামে ৪০টি পরিবারের মাঝে আমরা এই শীতের কম্বল বিতরণ করেছি। আপনারা জানেন শহরে শীতের প্রকোপ কিছুটা কম হলেও এই গ্রাম অঞ্চলে এখনো শীতের প্রকোপ রয়েছে। এখানে মানুষের উৎফুল্ল আমরা দেখেছি। এটাই আমাদের সার্থকতা। মূলত আমরা বসুন্ধরা শুভসংঘের সঙ্গে থেকে মানুষের জন্য কাজ করে মনে তৃপ্তি পাই। ’

কম্বল বিতরণ অনুষ্ঠানে শরীয়তপুর জেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের শরীয়তপুর প্রতিনিধি শরিফুল ইমন বলেন, ‘দেশের শীর্ষস্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরা শুভসংঘ। শুভ কাজে সব সময় সবার পাশে থাকে। বসুন্ধরা শুভসংঘ একটি সামাজিক ও মানবিক সংগঠন। তাই বসুন্ধরা শুভসংঘের সব সদস্য ভালো কাজের মাধ্যমে সবার পাশে থাকতে চান। ’

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৫
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।