নীলফামারীর পাটগ্রাম উপজেলার ধবলসতি মাঝিপাড়া গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য দেশের শীর্ষস্থানীর শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের উদ্যোগে প্রতিষ্ঠিত হলো বসুন্ধরা শুভসংঘ স্কুল।
গ্রামের প্রবীণরা এ উদ্যোগ দেখে যেন নতুন করে শৈশবে ফিরে গেলেন।
একজন বৃদ্ধ বলেন, বসুন্ধরা শুভসংঘ স্কুল আমাদের ছেলেমেয়েদের জীবন পাল্টে দেবে। স্কুল দূরে থাকায় আমরা লেখাপড়ার সুযোগ পাইনি। আমাদের নতুন প্রজন্মকে লেখাপড়া সুযোগ দেওয়ায় বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ।
স্কুলের উদ্বোধনী আয়োজনে কালের কণ্ঠের জলঢাকা প্রতিনিধি বলেন, প্রকৃতির রুক্ষতা আর দারিদ্র্যের কষ্ট ছাপিয়ে এ স্কুল হয়ে উঠবে ধরলা পাড়ের আলোর দিশারি। বসুন্ধরা শুভসংঘের এ প্রচেষ্টা যেন নদীর বুকে ভেসে থাকা একটি দীপ্তিময় সূর্য, যা প্রতিটি শিশুর জীবনে শিক্ষার উজ্জ্বল আলো ছড়িয়ে দেবে। বসুন্ধরা গ্রুপের এ উদ্যোগ শুধু একটি স্কুল খোলার গল্প নয়, এটি এলাকার একটি নতুন প্রজন্মের স্বপ্ন দেখার শুরু।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৫
জেএইচ