ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

‘বাংলা ইশারা ভাষা দিবস’ উপলক্ষে নাটোরে বসুন্ধরা শুভসংঘের নানা আয়োজন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৫
‘বাংলা ইশারা ভাষা দিবস’ উপলক্ষে নাটোরে বসুন্ধরা শুভসংঘের নানা আয়োজন

‘বাংলা ইশারা ভাষা দিবস’ উপলক্ষে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নাটোর প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং আলোচনা সভার আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখা।

দিবসটি উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখা প্রতিবন্ধী শিশু এবং অভিভাবকদের নিয়ে আয়োজন করে বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং আলোচনা সভার।

যেখানে স্কুলের শিক্ষার্থীরা চিত্রাঙ্কন, বল নিক্ষেপ এবং মিউজিক বল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে আলোচনা সভায় শুভসংঘের সদস্যরা দিবসটির গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরে। অনুষ্ঠান শেষে  বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোছা. আলেয়া খাতুন।

বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, সমাজের সবার এ ধরনের শিশুদের কথা চিন্তা করা উচিত। বসুন্ধরা শুভসংঘ সবসময় এ ধরনের ব্যতিক্রমীধর্মী কর্মসূচিগুলো আয়োজন করে থাকে।

সাধারণ সম্পাদক সুষ্ময় দাস বলেন, বসুন্ধরা শুভসংঘ মানবিক কাজগুলো বিভিন্নভাবে চলমান রেখেছে। নাটোর জেলাতেও আমরা বিভিন্ন কাজ করছি। আগামীতে করবো।

এ সময় বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সুষ্ময় দাসসহ আসলাম আলী সরদার, মোছ. রাশেদা খাতুন, চাঁদ খামারু, সানজিলা রহমান তটিনী, মুহসানিন ইসলাম মোহনা, ফাতেমা খাতুন, মো. আলামিন ইসলাম, শিশির কুমার দাস, মোছা. বর্ষা খাতুন, মোছা. করিশমা আক্তার কথা  উপস্থিত ছিলেন।

আমাদের আশেপাশে যারা কথা বলতে বা শুনতে পান না তাদের জন্য আজকের দিনটি বেশ তাৎপর্যপূর্ণ। কেননা আমরা মনের ভাব প্রকাশ করার জন্য কথা বলতে পারলেও এ ধরনের মানুষগুলো কথা বলেন ইশারায়। তাদের আবেগগুলো প্রকাশের একমাত্র মাধ্যম হলো ইশারায় কথা বলা। বাংলা ইশারা ভাষা জানা সবার জন্যই গুরুত্বপূর্ণ।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ