ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

আন্দোলনে আহত ও শহীদ পরিবারকে বসুন্ধরা শুভসংঘের সংবর্ধনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৫
আন্দোলনে আহত ও শহীদ পরিবারকে বসুন্ধরা শুভসংঘের সংবর্ধনা

আগৈলঝাড়া: ‘বাংলাদেশ বদলাই, বিশ্বকে বদলাই’ -  বৈষম্যবিরোধী আন্দোলনে জুলাই বিপ্লব চেতনা -২৪ স্লোগানকে সামনে রেখে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও শহীদ পরিবারকে সংবর্ধনা দিয়েছে আগৈলঝাড়া বসুন্ধরা শুভসংঘ।  

শুক্রবার সকাল ১০টায় বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের শ্রীমতী মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে আহত মো.আবুল হোসেন মোল্লা, মো.হাবিবুর রহমান মুন্সি, মো. আসাদুজ্জামান নূর, মো. মেহেদী হাসান, মো. ইয়াসিন, মো.আল আমিন সরদার, মো. সাইফুল ইসলাম। সকলের বাড়ি বরিশালের আগৈলঝাড়ায়।  

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন আর রশিদের সংবর্ধনা ও আলোচনা সভার সভাপতিত্ব করেন।

এতে বক্তারা বলেন, আহতদের অনেকে এখনও হাসপাতালে, আবার অনেকে বাড়িতে। তাদের চিকিৎসা হচ্ছে না।  আমাদের খবর নেওয়া না হচ্ছে না সেভাবে। আমরা জীবনে মায়া ত্যাগ করে আন্দোলনে গিয়েছিলাম। সরকার আমাদের দিকে একটু তাকালে আমাদের চিকিৎসা হতো। আমরা সকলে মিলে একটি সোনার বাংলাদেশ গড়তে চাই।  

আলোচনা সভায় জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী আহত মো. আবুল  মোল্লা বলেন, আমি যখন ঢাকায় আন্দোলন করতে বাসা থেকে বের হতাম আমার মা বলতো বাবা তুই যাসনে, ওরা মানুষ গুলি করে মেরে ফেলছে, তোমাকে ওরা মেরে ফেলবে। আমি মাকে তখন বলেছিলাম, মা আমাকে তুমি দোয়া করো, আমি দেশ রক্ষা করে আন্দোলনে যাচ্ছি। আমি যদি মারা যাই তাহলে দেশের জন্য তোমার ছেলে শহীদ হবে। তুমি হবে শহীদের মা। আমরা সেদিন দেশের জন্য, ভোটের জন্য, জীবনের মায়া ত্যাগ করে গিয়েছিলাম। আমাদের সঙ্গের অনেকে শহীদ হয়েছেন। সেই ভয়াবহ দিনের কথা বলতে গেলে চোখের পানি ধরে রাখতে পারি না।  

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো.হাবিবুর রহমান মুন্সি, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো.মাহাবুবুল ইসলাম, আগৈলঝাড়া শ্রীমতী মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক আব্দুল জলিল, বসুন্ধরা শুভসংঘের আগৈলঝাড়া শাখার উপদেষ্টা সাংবাদিক এসএম ওমর আলী সানি, সাংবাদিক মো. জাহিদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৫
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ