ময়মনসিংহ: বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী নারী বা কিশোরীদের প্রতি কটূক্তি, অশালীন মন্তব্য বা অঙ্গভঙ্গি, তাদের কর্মক্ষেত্রে বা চলার পথে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি ইত্যাদি ইভটিজিং হিসেবে আখ্যায়িত হয়।
টিজাররা বর্তমানে অনেক বেশি বেপরোয়া, প্রতিবাদকারীদের ওপর হামলে পড়তেও তাদের বিন্দুমাত্র হাঁটু কাঁপছে না।
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ময়মনসিংহের তারাকান্দায় ইভটিজিং রোধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সভার আয়োজন করা হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই সচেতনতা সভার আয়োজন হয়।
বসুন্ধরা শুভসংঘ তারাকান্দা উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা কামরুন্নাহার বলেন, 'ইভটিজিং প্রতিরোধে অপরাধীদের প্রতিহত বা প্রতিরোধ করার জন্য অবশ্যই নারীকে রুখে দাঁড়াতে হবে। অভিযোগ করতে হবে। তাছাড়াও নারীর আত্মরক্ষার প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। '
এ সময় উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘ তারাকান্দা উপজেলার শাখার সভাপতি আবু সায়েম, সদস্য লামিয়া, রিশাদ, স্বপ্নিল, নীরব, রেদোয়ান, মুক্তা, স্বর্ণাসহ আরও অনেকে।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৫
আরএ