ঢাকা, বুধবার, ১৮ চৈত্র ১৪৩১, ০২ এপ্রিল ২০২৫, ০৩ শাওয়াল ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

তারাগঞ্জে ভাষার মাস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
তারাগঞ্জে ভাষার মাস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা 

তারাগঞ্জ (রংপুর): রংপুরের তারাগঞ্জ উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভাষার মাস উপলক্ষে এসকে মডেল স্কুলে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।  

কুইজ প্রতিযোগিতার বিচারকগণ শিক্ষার্থীদের উদ্দেশে কঠিন কঠিন প্রশ্ন ছুড়ে দিচ্ছিলেন।

আর শিক্ষার্থীরাও তাদের মেধা খাঁটিয়ে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলেন। বিচারকগণ সে ছোট্ট বাচ্চাদের মেধা দেখে অভিভুত হন।  

এসকে মডেল স্কুলের শিক্ষার্থীরা ভাষার মাসে নতুন এ বাংলাদেশে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন এক সমাজ প্রতিষ্ঠার শপথ নেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন শিক্ষার্থীরা।  

শিক্ষার্থীদের উদ্দেশে এসকে মডেল স্কুলের অধ্যক্ষ মো. সাদিকুল ইসলাম বলেন, আজ আমরা স্বাধীন দেশে বাংলা ভাষায় যে মন খুলে কথা বলতে পারতেছি এটি এমনি এমনি হয়নি। এর জন্য আমাদের অনেকের বুকের তাজা রক্ত ঝরেছে। কত মায়ের বুক খালি হয়েছে। কত বোন ভাই হারা হয়েছে। পাকিস্তানিরা আমাদের মুখের ভাষা বাংলা কেড়ে নিতে চেয়েছিল। সালাম,বরকত,রফিক,জব্বারসহ আরও নাম না জানা অনেকে শহীদ হয়েছে আমাদের মাতৃভাষা বাংলার জন্য।

কুইজ প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেন সপ্তম শেণির শিক্ষার্থী সাবাবা আদনীন, দ্বিতীয় স্থান অধিকার করেন অষ্টম শ্রেণির আওসাফ বিন আরিফ, তৃতীয় স্থান অধিকার করেন অষ্টম শ্রেণির আল মুনতাকিম মুগ্ধ।  বিচারকগণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের আগামীতে আরও ভালো করে পড়াশোনা করতে বলেন।
 
এ সময় বসুন্ধরা শুভসংঘ তারাগঞ্জ উপজেলা শাখা'র উপদেষ্টা হরলাল রায় বলেন, বসুন্ধরা শুভসংঘ শুভ কাজ করে যান। বসুন্ধরা গ্রুপ সবসময় মানুষের পাশে থেকেছে। অনেক দারিদ্র্য মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছ।  

বসুন্ধরা শুভসংঘ তারাগঞ্জ উপজেলা শাখা'র সভাপতি এনামুল হক দুখু বলেন, বসুন্ধরা গ্রুপ অনেক জায়গায় দরিদ্র্য শিক্ষার্থীদের বিনাপয়সায় পড়াশোনার জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করে দিয়েছে। এসব বিদ্যালয়ে লাখ লাখ টাকা ব্যয় করছে বসুন্ধরা গ্রুপ।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ তারাগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা হরলাল রায়, সভাপতি এনামুল হক দুখু, সাধারণ সম্পাদক দীপংকর রায় দিপু, সাংগঠনিক সম্পাদক রহমত মণ্ডল, সত্যজিৎ রায়, আসাদুজ্জামান খান জামান, বিশ্বজিৎ রায়,পলাশ রায়, শরিফুল ইমলাম,কোরবান আলি, আরাফাত হোসেন পলকসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।