নরসিংদী: পবিত্র রমজান উপলক্ষে নরসিংদীর মনোহরদী উপজেলায় দরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখা।
গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে মনোহরদী পৌরসভার প্রধান ফটকের সামনে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী পর্ব শেষে উপজেলার দরিদ্র ৬০টি পরিবারের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা। বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেওয়ায় উপকারভোগীরা অবাক হয়ে যান। তারা বসুন্ধরা শুভসংঘের বন্ধুদের প্রাণভরে দোয়া করেন।
বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখার সভাপতি ডা. সাইদুর রহমান সোহেল বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে উপজেলার বিভিন্ন এলাকার মানুষের মধ্যে বসুন্ধরা শুভসংঘ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনটি সর্বদা মানবকল্যাণে কাজ করে থাকে। পবিত্র রমজান মাস জুড়ে আমরা নানা কর্মসূচি হাতে নিয়েছি। সংগঠনের পক্ষ থেকে আমরা কয়েকটি এতিমখানায় ইফতার মাহফিলের আয়োজন করব এবং সাধ্যমতো সাহায্য সহযোগিতা করব।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ২, ২০২৫
এসআই