ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হাসানের পরিবারের পাশে বসুন্ধরা শুভসংঘ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, মার্চ ২, ২০২৫
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হাসানের পরিবারের পাশে বসুন্ধরা শুভসংঘ

বরিশাল: ‘বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেওয়ার পর ১৮ জুলাই ঢাকার রামপুরা ব্রিজের সামনে আমার পায়ে গুলি করে পুলিশ। পুলিশের ভয়ে হাসপাতালে চিকিৎসা নিতে পারি নাই।

একটু সুস্থ হয়ে ৫ আগস্ট আবার আন্দোলনে যাই। ওই দিন আন্দোলনে গিয়ে ব্র্যাক ইউনির্ভাসিটির সামনে পুলিশের ছোড়া ছড়ড়া গুলি আমার ডান হাতে, পাজরে এবং মুখে লাগে। কয়েকশ স্প্লিন্টারের আঘাতে আমার ডান হাত ঝাঁঝড়া হয়ে যায়। আমি পঙ্গু হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসার পরে সাভার সিআরপিতে থেরাপি দিয়ে বাড়ি চলে আসি। ’ 

‘চিকিৎসকরা বলেছেন, আমার শরীরে যে গুলি রয়েছে তা বাংলাদেশে অপারেশন করে বের করা সম্ভব হবে না। আমার হাতে ও শরীরে প্রায় চারশ গুলি রয়েছে। রাতে ঘুমাতে পারি না যন্ত্রণায়। আমার বাবা নাই। দুই ভাই, এক বোন ও মাকে নিয়ে আমাদের পরিবার। আমি ভাইবোনের মধ্যে বড়। আমার ছোট ভাইবোন কলেজে পড়ে। বাবার মৃত্যুর পর আমার আয়ে চলে সংসার ও ভাইবোনদের লেখাপড়া। আমি বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশে গুলিতে গুরুতর আহত হলে আমার পরিবারে নেমে আসে অন্ধকার। আমি কিছুটা সুস্থ হয়ে গ্রামের বাড়ি চলে আসি। চিকিৎসা করতে অনেক টাকা দেনা হয়েছি। প্রতিদিন সকাল হলে পাওয়নাদাররা বাড়ি আসেন টাকার জন্য। এদিকে রমজানে ঘরে খাবার ছিল না। পারি না ভাইবোনদের কলেজের বেতন দিতে। ’ 

এভাবেই নিজের কষ্টের কথা বলছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ মো. হাসান সরদার (২১)। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈল ইউনিয়নের পতিহার গ্রামের মৃত মানিক সরদারের ছেলে।

হাসান সরদারের ঘরে খাবার নেই-এ কথা জানতে পারে দেশের শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরার সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া উপজেলা শাখা। পরে শনিবার (১ মার্চ) বসুন্ধরা শুভসংঘের আগৈলঝাড়ার সদস্যরা খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন হাসান সরদারের বাড়ি। ২৫ কেজি চাল, পাঁচ কেজি আটা, দুই কেজি ডাল, দুই লিটার তেল, দুই কেজি আলু ও নগদ চার হাজার টাকা হাসান সরদার ও তার মা নূরজাহান বেগমের হাতে তুলে দেন বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া উপজেলা শাখার উপদেষ্টা এসএম ওমর আলী সানি ও আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো. মাহবুবুল ইসলাম।  

এসময় উপস্থিত ছিলেন সাবেক ভিপি মো. আনোয়ার জাহিদ আলো, সমাজসেবক মো. ফরহাদ হোসেন, বসুন্ধরা শুভসংঘের সদস্য রোবট আবিষ্কারক মো. ইরান সরদার, ছাত্রনেতা মো. সাইফুর রহমান টিটু, কাওছার খলিফা, আজাদ এলাহি, তুহিন শিকদার, মেহেদি হাসান তানজিল, আরিফ হাসান মৃধাসহ অনেকে।  
 
হাসান সরদারের মা নূরজাহান বেগম অশ্রুসজল চোখে বলেন, বসুন্ধরা শুভসংঘ আমাদের খোঁজ নিয়েছে। আমরা বসুন্ধরা শুভসংঘের জন্য আল্লাহর কাছে দোয়া করি।  

বসুন্ধরা শুভসংঘর আগৈলঝাড়া শাখার উপদেষ্টা এসএম ওমর আলী সানি বলেন, যাদের জন্য আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, বসুন্ধরা শুভসংঘ তাদের পাশে থাকবে সব সময়।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, মার্চ ২, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।