ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

ব্লাড ক্যান্সারে আক্রান্ত বসুন্ধরা শুভসংঘের লাকীর চিকিৎসার জন্য সহায়তার আহ্বান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
ব্লাড ক্যান্সারে আক্রান্ত বসুন্ধরা শুভসংঘের লাকীর চিকিৎসার জন্য সহায়তার আহ্বান নাজনীন লাকী (সংগৃহীত ছবি)

এমএসবি নাজনীন লাকী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহের সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের সৃজনশীল প্রতিশ্রুতিশীল তারুণ্যের নাম। বহুমুখী নেতৃত্ব গুণের অধিকারী লাকীর হাত ধরেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বসুন্ধরা শুভসংঘের যাত্রা শুরু।

 

বসুন্ধরা শুভসংঘের কার্যক্রম সাধারণ ছাত্র-ছাত্রীদের দোরগোড়ায় নিয়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে শিক্ষক শিক্ষার্থীদের সম্পৃক্ত করে নানা মানবিক, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম গ্রহণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

বসুন্ধরা শুভসংঘের প্রকাশনা শুভালোকের সম্পাদক হিসেবে নাজনীন লাকী সৃজনশীলতার পরিচয় দিয়েছেন।

যৌতুক ও নারী নির্যাতনবিরোধী কার্যক্রম, শিশুদের সুরক্ষা ও নিরাপত্তা, দুর্নীতিবিরোধী কার্যক্রম, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদকবিরোধী কার্যক্রমসহ ময়মনসিংহ মহানগরীর নাগরিক সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। নিয়মিত রক্তদান, অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেওয়া, সাংবাদিকতা, কবিতা ও স্বেচ্ছাশ্রম ছিল তার নিত্য কাজের জায়গা।
কর্মমুখর ও প্রাণোচ্ছল নাজনীন লাকী ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। মানুষের কল্যাণে নিরন্তর ছুটে চলা মানুষটি আজ শয্যাশায়ী।

এই চিকিৎসা পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল। তার পরিবারের সদস্যরা সর্বস্ব দিয়ে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে।

চিকিৎসা সংশ্লিষ্টদের ভাষ্য মতে, তার চিকিৎসায় ৭০-৮০ লাখেরও বেশি টাকা খরচ হতে পারে। তবে এ জন্য প্রয়োজন সবার সহযোগিতা।

চিকিৎসা সহায়তা পাঠানোর মাধ্যম: বিকাশ/নগদ: 01738-091693; বিকাশ: 01731-208097; বিকাশ/ নগদ: 01303-815271; বিকাশ/ নগদ: 01720-043271; রকেট : 01738-0916933; ব্যাংক হিসাব: (১) হিসাবের নাম: নাজনীন সুলতানা লাকী, হিসাব নম্বর: 3316701056247, সোনালী ব্যাংক লি., ময়মনসিংহ করপোরেট শাখা; (২) হিসাবের নাম: নাজনীন সুলতানা লাকী, হিসাব নম্বর: 1561510338698, ডাচ-বাংলা ব্যাংক লি., ময়মনসিংহ শাখা।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ