ঢাকা, মঙ্গলবার, ৪ চৈত্র ১৪৩১, ১৮ মার্চ ২০২৫, ১৭ রমজান ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

জবি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ইফতার বিতরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
জবি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে  ইফতার বিতরণ 

ঢাকা: পুরান ঢাকার বাহাদুর শাহ উদ্যানের আশেপাশে থাকা সুবিধাবঞ্চিতদের মধ্যে ইফতার বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার বন্ধুরা।  

রোববার (১৬ মার্চ) ইফতার বিতরণ করেন তারা।

এসময় জবি বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো. জুনায়েত শেখের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন আইন বিষয়ক সম্পাদক সাকেরুল ইসলাম, সদস্য মারুফা ইয়াসমিন, মায়া আক্তার, সাদিয়া জামান, রেশমী আক্তার, নুসরাতি রহমান, বুশরাত, জিসান জিহাদ, মেহেদী, রিয়াদ হাসান, মো. হাসান, তৌফিক হাসান, শিপন আহমেদ, শামসুন নাহার মুক্তা, মোহন, সুহাইল, তাহমিদ রাদ ও শাহরিয়াজ রাতুল।  

ইফতার উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে সুবিধাবঞ্চিত শিশুরা।  

নিজের অনুভূতি প্রকাশ করে শিহাব বলেন, পুরান ঢাকার আশপাশের এলাকা থেকে আবর্জনার স্তূপ থেকে প্লাস্টিকসহ বিভিন্ন ফেলনা জিনিস কুড়িয়ে প্রতিদিন ৪০ টাকা পাই। এ টাকা দিয়ে খাবার পাওয়া যায় না। বসুন্ধরা শুভসংঘের ইফতার পেয়ে অনেক ভালো লাগতেছে। সারা দেশের অভুক্ত মানুষের জন্য বসুন্ধরা শুভসংঘ যেন তাদের কার্যক্রম অব্যাহত রাখে।  

সুবিধাবঞ্চিত রহিমা আক্তার বলেন, আমি কামরাঙ্গীর চরে থাকতাম। আমার মা মারা যাওয়ার পর বাবা ঘর থেকে বের করে দিছে। তখন থেকে এ বাহাদুর শাহ পার্কই আমার আশ্রয়স্থল। কেউ খাবার দিলে খাই, না পাইলে না খেয়ে থাকি। বসুন্ধরা শুভসংঘের খাবার পেয়ে আমি আনন্দিত। আমার অভুক্ত সন্তানকেও তারা আজ খাবার খাওয়াইছে। আশা করি, আমার মত অসহায়দের কল্যাণে বসুন্ধরা শুভসংঘ সব সময় কাজ করে যাবে।

এ ব্যাপারে শুভসংঘের সভাপতি মো. জুনায়েত শেখ বলেন, বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। মানুষের জন্য কাজ করতে পারলে অনেক ভালো লাগে।  

তিনি বলেন, বাহাদুর শাহ উদ্যানে ইফতার বিতরণ শেষে আমরা ক্যাম্পাসে গিয়ে বসুন্ধরা শুভসংঘের সব সদস্য মিলে একসঙ্গে ইফতার করেছি।  

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।