ঢাকা, শুক্রবার, ৭ চৈত্র ১৪৩১, ২১ মার্চ ২০২৫, ২০ রমজান ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পটিয়ায় ইফতার বিতরণ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পটিয়ায় ইফতার বিতরণ 

চট্টগ্রাম: চট্টগ্রাম পটিয়া শাখার আয়োজনে ট্রাফিক পুলিশ, নিরাপত্তা কর্মী, শ্রমজীবী, সুবিধা বঞ্চিত শিশু ও পথচারীদের  মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।  

বুধবার (১৯ মার্চ) পটিয়া থানার মোড় পোস্ট অফিস, বাসস্ট্যান্ড, ডাক বাংলো মোড়ে এ ইফতার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পটিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘের বৃহত্তর চট্টগ্রাম শাখার সভাপতি এস এম এ জুয়েল, মো. আজগর, শুভসংঘ সদস্য মো. সাজ্জাত, মো. মিজান, মো. আজাদসহ অন্য সদস্যরা।

শহরের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে যারা থাকেন, তাদের সারা দিন অনেক কষ্ট করতে হয়। অনেক সময় ডিউটিরত অবস্থাতেই তারা ইফতার করে নেন। বসুন্ধরা শুভসংঘের বন্ধুদের ইফতার পেয়ে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্য বলেন, আপনাদের এ ভালোবাসাময়  ইফতার আমাদের কাজের প্রতি আরও দায়িত্বশীল করে তোলে, কাজের প্রতি আরও উৎসাহ দেয়। আপনাদের এ ভালো কাজ অব্যাহত থাকুক, আপনাদের জন্য শুভকামনা।   বসুন্ধরা শুভসংঘের ইফতার পেয়ে শ্রমজীবী, সুবিধা বঞ্চিত  শিশু ও পথচারীরা খুশি হয়েছেন।  

এসময় সমাজসেবক ও সাংবাদিক কামরুল ইসলাম বলেন, বসুন্ধরা গ্রুপ একটি নাম করা প্রতিষ্ঠান। আর বসুন্ধরা শুভসংঘের ভালো কাজগুলো সবার নজরে এসেছে। পটিয়াতে বসুন্ধরা শুভসংঘের সার্বিক কার্যক্রমকে সাধুবাদ জানান তিনি।

ইফতার পাওয়া বেলাল হোসেন জানান, তিনি শহরের চকবাজার থাকেন। প্রায়ই তাকে গাড়িতে ইফতার করতে হয়। ইফতার দেওয়ায় বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান তিনি।

পথশিশু সৌরভ বলে, আমরা কাগজ-বোতল সংগ্রহ করে বিক্রি করে যা পাই, তা দিয়ে ইফতার কেনা হয় না। ইফতারের সময় মানুষের থেকে চেয়ে যা পাই, তাই খাই। আজ আর কারো কাছে ইফতার চাইতে হলো না, বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা ডেকে আমাকে ইফতার দিয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
এসআই
   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।