আগুন কেবল ঘরই পোড়ায় না, পোড়ায় স্বপ্নও। মহাখালীর সাততলা বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ড যেন সেই কথাই প্রমাণ করল।
কিন্তু জীবনের গল্প শুধু ধ্বংসের নয়, পুনর্গঠনেরও। তার ব্যাপারে প্রকাশিত সংবাদের ছবি দেখে বসুন্ধরা শুভসংঘের প্রতিষ্ঠাতা ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন জানালেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পক্ষ থেকে সালমাকে দেওয়া হবে নতুন একটি সেলাই মেশিন।
অবশেষে সেই প্রতীক্ষার অবসান। সালমার হাতে পৌঁছে গেছে নতুন সেলাই মেশিন। শুক্রবার (২১ মার্চ) সকালে সালমা বেগমের হাতে তুলে দেয়া হয় স্বপ্নের নতুন সেলাই মেশিন। সেলাই মেশিন হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম, কেপিসি ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান কাজী সাজেদুর রহমান, কালের কণ্ঠের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের প্রধান মহিউদ্দিন রাজীব ও কালের কণ্ঠের ফটো সাংবাদিক লুৎফর রহমান।
সেলাই মেশিন হস্তান্তর শেষে মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মহাখালী সাততলা বস্তিতে আগুন লেগে বেশ কিছু ঘর পুড়ে যায়। তার মধ্যে সালমা খাতুনের ঘর এবং ঘরের সব জিনিসপত্রও পুড়ে ছাই হয়ে যায়। তার অবলম্বন হিসেবে কোন কিছুই নেই। এখন তার পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। সালমা বেগমের পাশে দাঁড়ানোর জন্য বসুন্ধরা শুভসংঘকে অনেক ধন্যবাদ।
কাজী সাজেদুর রহমান বলেন, আগুনের ফুলকি একটি পরিবারকে ধ্বংস করে দিয়েছে। বসুন্ধরা শুভসংঘ সালমার পাশে দাঁড়িয়েছে। বসুন্ধরা শুভসংঘের পাশাপাশি এরকম পরিবারের পাশে দাঁড়াতে সমাজের প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসা দরকার।
নতুন সেলাই মেশিন পেয়ে সালমা বসুন্ধরা গ্রুপ ও বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
এসআই