ঢাকা, সোমবার, ১৬ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

মানবতার আলো ছড়াল বসুন্ধরা শুভসংঘের ঈদ উপহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
মানবতার আলো ছড়াল বসুন্ধরা শুভসংঘের ঈদ উপহার

ঈদ মানে আনন্দ। কিন্তু সমাজের এমন অনেক মানুষ আছে, যাদের মধ্যে ঈদ আনন্দের বদলে বয়ে আনে দীর্ঘশ্বাস।

সেসব অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে, ঈদের আনন্দকে তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে এগিয়ে এসেছে বসুন্ধরা শুভসংঘ মিরপুর থানা শাখা।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ মিরপুর থানা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২৭ মার্চ) ১১টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

এই উপহারের মধ্যে ছিল— চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। যা পরিবারগুলোর ঈদ আনন্দকে আরও রঙিন করে তুলবে। এভাবেই মানবতার আলো ছড়িয়ে যাচ্ছে বসুন্ধরা শুভসংঘ।
 
ঈদ উপহার পেয়ে এক বৃদ্ধা কাঁপা কণ্ঠে জানান, আমার স্বামী মারা গেছেন অনেক বছর হলো।

ছেলে-মেয়েরা দূরে থাকে। ঈদের দিন ভালো কিছু খাওয়ার সামর্থ্য নেই। কিন্তু আজ এই উপহার পেয়ে ভালো লাগছে।

বসুন্ধরা শুভসংঘের সদস্যরা বলেন, ‘ঈদ কেবল আনন্দের উৎসব নয়, এটি একে অপরের পাশে দাঁড়ানোরও উৎসব।

আমরা চাই, সমাজের প্রতিটি মানুষ ঈদের আনন্দে শামিল হোক। তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ’

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।