ঢাকা, মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০১ শাওয়াল ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

কেশবপুরে বসুন্ধরা শুভসংঘের ঈদসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
কেশবপুরে বসুন্ধরা শুভসংঘের ঈদসামগ্রী বিতরণ

যশোর: যশোরের কেশবপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীসহ অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) সকালে প্রেস ক্লাব মিলনায়তনে উপজেলার বিভিন্ন এলাকার ওই অসহায় পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা ঈদসামগ্রী তুলে দেন।

ঈদসামগ্রীর ভেতর ছিল— সেমাই, চিনি, গুঁড়া দুধ, কিসমিস ও বাদাম।

বসুন্ধরা শুভসংঘের কেশবপুর উপজেলা শাখার সভাপতি এ এফ এম শফি ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল মজিদ, বজলুর রহমান খান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ অসীম ঘোষ, কেশবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, বসুন্ধরা শুভসংঘের যুগ্ম সম্পাদক তাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, নারীবিষয়ক সম্পাদক হাসিনা খাতুন, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক অজিত মুখার্জী, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ডা. আনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক শওকত হোসেন, কালের কণ্ঠের প্রতিনিধি নূরুল ইসলাম খান প্রমুখ।

ঈদসামগ্রী পেয়ে মধ্যকুল গ্রামের মুনছুর আলী বলেন, ‘আমি ময়লা-আবর্জনার ভেতর থেকে বিভিন্ন সামগ্রী কুড়িয়ে সংসার চালাই। ঈদে সেমাই চিনি পাব এটা আশা ছিল না। বসুন্ধরা শুভসংঘের বন্ধু কামরুজ্জামানের মাধ্যমে ঈদসামগ্রী খুবই উপকার হলো।

ঈদের দিন সকালে পরিবারের সদস্যদের নিয়ে এই সেমাই খাব। ’

চায়না খাতুন জানান, ‘আমাদের মতো গরিব মানুষদের খুঁজে এনে সেমাই-চিনি দেওয়ায় খুব খুশি হয়েছি। আল্লাহ বসুন্ধরা গ্রুপের ভালো করুক। ’

মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ইউপি সদস্য আব্দুর রহিম জানান, তার প্রতিবন্ধী সংগঠন থেকে ২০ জন প্রতিবন্ধীকে ডেকে এনে ঈদসামগ্রী দিয়েছে বসুন্ধরা শুভসংঘ।

এসব প্রতিবন্ধী খুবই অসহায়। ঈদের আগেই তাদের মাঝে ঈদসামগ্রী হিসেবে সেমাই, চিনি, গুঁড়া দুধ, কিশমিশ ও বাদাম দেওয়ায় বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বসুন্ধরা শুভসংঘের কেশবপুর উপজেলা শাখার সভাপতি এ এফ এম শফি বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের সহযোগিতায় কেশবপুর শাখার উদ্যোগে গরিব এবং অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। ’ তিনি বসুন্ধরা শুভসংঘের কর্তৃপক্ষের জন্য সবার কাছে দোয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।