ঢাকা, মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০১ শাওয়াল ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

টঙ্গীবাড়িতে সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে বসুন্ধরা শুভসংঘের গরুর মাংস বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
টঙ্গীবাড়িতে সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে বসুন্ধরা শুভসংঘের গরুর মাংস বিতরণ

সপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ টঙ্গীবাড়ি উপজেলা শাখার উদ্যোগে ঈদ উপহার হিসেবে গরুর মাংস বিতরণ করা হয়েছে।  

শনিবার (২৯ মার্চ) টঙ্গীবাড়ি এলাকায় ৩০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে গরুর মাংস বিতরণ করা হয়।

মানুষদের মুখে হাসি ফোটাতে পেরে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে বন্ধুরা শুভসংঘ।  

বসুন্ধরা শুভসংঘ টঙ্গীবাড়ি উপজেলা শাখার সভাপতি আশিক আহমেদ বলেন, ‌‘ধন্যবাদ জানাই বসুন্ধরা শুভসংঘের সব সহযোদ্ধাকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা প্রথম ধাপের কাজটি সফলভাবে সম্পন্ন করেছি।

বিশেষভাবে ধন্যবাদ জানাই, যারা প্রবাস থেকে আমাদের সাহায্য ও সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক উদ্যোগ চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। ’

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ টঙ্গীবাড়ি উপজেলা শাখার সভাপতি আশিক আহমেদ, সাধারণ সম্পাদক হাওলাদার ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক রাকিবুল মাদবর, প্রচার সম্পাদক আসিফ, দপ্তর সম্পাদক সিয়াম দেওয়ান, শিক্ষাবিষয়ক সম্পাদক আরাফাত ব্যাপারী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবির ফকির।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।