নেত্রকোনা: বন্যপ্রাণী রক্ষায় সীমান্তবর্তী নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পাহাড়ি গ্রামে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বসুন্ধরা শুভসংঘ দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার সভাপতি মো. জামাল তালুকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠ প্রতিনিধি আল নোমান শান্তর সঞ্চালনায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা মো. মজনু প্রামাণিক।
এ সময় বক্তব্য দেন- দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার উপদেষ্টা এস এম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুল, মো. মাসুম বিল্লাহ, কলি হাসান।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ দুর্গাপুর উপজেলা শাখার সহ-সভাপতি রাজেশ গৌড়, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হুদা সারোয়ার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রাকিব হাসান নির্জন, বন্যপ্রাণী রক্ষায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং এর যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক সুমন, সচেতন নাগরিক মিজান তালুকদার, স্থানীয় বন বিভাগের মিশু দে, মো. অহিদুজ্জামান, মো. তুহিন উদ্দিনসহ স্থানীয় বাসিন্দা।
আলোচকরা বন্যপ্রাণী রক্ষায় জনসচেতনতামূলক গুরুত্বপূর্ণ কথা বলেন। এছাড়াও বন্যপ্রাণী রক্ষায় স্থানীয় বাসিন্দাদের ভূমিকা রাখাসহ সচেতন হওয়ার আহ্বান জানান।
উপজেলা বন কর্মকর্তা মো. মজনু প্রামাণিক বলেন, বনের জন্য বন্যপ্রাণী, মানুষ নয়। তাই মানুষ না থাকলেও বন টিকবে কিন্তু বন না থাকলে মানুষ টিকবে না। বনের সঙ্গে মানুষের এক গভীর সম্পর্ক। এজন্য বন্যপ্রাণী না থাকলে মানব সম্পদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
তাই বন্যপ্রাণী রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে, জনসচেতনতা বাড়াতে হবে।
এমন সুন্দর উদ্যোগের জন্যে তিনি বসুন্ধরা শুভসংঘকে সাধুবাদ জানান।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
আরএ