ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

বেতাগীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নারীদের সেলাই প্রশিক্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৭, এপ্রিল ২৩, ২০২৫
বেতাগীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নারীদের সেলাই প্রশিক্ষণ

বরগুনা: বরগুনার বেতাগী বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ১৫ জন অসচ্ছল নারীকে সেলাই প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে গত ২০ ফেব্রুয়ারি। বিনামূল্যের এ প্রশিক্ষণের মাধ্যমে এতোদিনে অনেকটা কাজ শিখেছেন তারা।

 

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরার অর্থায়নে পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে কাজ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২০ ফেব্রুয়ারি বিকেলে বসুন্ধরা শুভসংঘ বেতাগী শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ নারীদের জন্য তিন মাসের সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে।

প্রশিক্ষক মাহিনুর জানান, ৩০টি আইটেমের জন্য তিন মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। এরই মধ্যে অন্তত ২৫টি আইটেমের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে।


প্রশিক্ষণে আসা মুন্নি আক্তার বলেন, আমার স্বামী দুই বছর আগে মারা গেছেন। নিজেই আয়-রোজগার করে সংসার চালাই। এখন আর বাইরের কাজ ভালো লাগে না। এমন সময় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অনেক যাচাই-বাছাই করে আমার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি এ প্রশিক্ষণ শেষ করে দক্ষ হয়ে ওঠার পরই আমাকে একটি সেলাই মেশিন দেবে বসুন্ধরা শুভসংঘ। এর মাধ্যমে গ্রামের মানুষের কাপড় সেলাই করে আয়-রোজগার করে সংসার চালাতে পারব।

কাজিরাবাদ ইউনিয়নের মৌমিতা বলেন, আমার এ প্রশিক্ষণ এবং সেলাই মেশিন খুব দরকার ছিল। সৃষ্টিকর্তা আমাকে সেই সুযোগ করে দিয়েছেন। আশা করি, সেলাই মেশিন চালিয়ে আমার পরিবারের সদস্যদের জন্য রুটি-রুজির ব্যবস্থা করতে পারব। এজন্য আমি বসুন্ধরা গ্রুপসহ সবার প্রতি কৃতজ্ঞ।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ