ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

ফুলবাড়ীতে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণে প্রাণ পেল পরিবেশ সচেতনতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৬, জুন ১১, ২০২৫
ফুলবাড়ীতে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণে প্রাণ পেল পরিবেশ সচেতনতা সংগৃহীত ছবি

‘পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (১০ জুন) সকাল থেকে উপজেলার মোক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আল ফালাহ জামে মসজিদ চত্বরে কৃষ্ণচূড়া, নিম, কাঁঠাল ও মেহগনি গাছের চারা রোপণ করা হয়।

একই সঙ্গে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম আলী সরকার।  তিনি বলেন, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের একটি গাছ ভবিষ্যতের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে পারে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও সংগঠক আহাদ আলী।  তিনি বলেন, ভালো কাজ সবাই করতে পারেন না, যারা করেন, তাদের অনেকেই শত্রুতার শিকার হন। তোমরা যারা শুভসংঘের ভালো কাজের সঙ্গে জড়িত, তোমরাই জাতির সূর্যসন্তান। আমি বৃক্ষরোপণের মতো মহৎ উদ্যোগকে স্যালুট জানাই।

উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের (আরিফ) সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. রাজিব হোসেন, কিডনি টেকনোলজিস্ট মামুনুর রশীদ, সমাজসেবক মো. মুমিন মণ্ডল, মো. সেলিম সরকার, মো. মোজাহার মণ্ডল, পল্লী পশু চিকিৎসক মো. মানিক সরকার এবং মো. মাসুদ রানা।

বসুন্ধরা শুভসংঘ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মো. সোহেল রানা বলেন, ঈদের ব্যস্ততা সত্ত্বেও যারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন, তাদের সবাইকে জানাই কৃতজ্ঞতা ও ঈদুল আজহার শুভেচ্ছা—ঈদ মোবারক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি অপু আহম্মেদ সনি, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন, ওমর ফারুক, মো. সাদিকুল ইসলাম (সাদিক), এবং প্রচার সম্পাদক মো. সাজ্জাদ হোসেন।

এ সময় ওমর ফারুক বলেন, গাছ লাগানো একটি সদকায়ে জারিয়া। এই কাজের সুফল সমাজ ও আগামী প্রজন্ম ভোগ করবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা গাছগুলোর যত্ন নেওয়ার দায়িত্ব নেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সবুজ পরিবেশ, নিরাপদ ভবিষ্যৎ—এই হোক আমাদের অঙ্গীকার। .

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ