ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

জামালগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩০, জুলাই ২০, ২০২৫
জামালগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ  জামালগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ 

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (২০ জুলাই) সকাল ১১টায় জামালগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন ই-কমার্স অ্যান্ড ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

বসুন্ধরা শুভসংঘ জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. শাহীন আলমের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ জামালগঞ্জ শাখার উপদেষ্টা ও জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আহাদ, বসুন্ধরা শুভসংঘ জামালগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ, অর্থ সম্পাদক মিনারা আক্তার, সহ-সম্পাদক এনামুল হক, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সাহিত্য সম্পাদক রুবি আক্তার, স্বাস্থ্য ও মানবসেবা সম্পাদক মৌসুমী তালুকদার, ক্রীড়া সম্পাদক মো. মনিরুজ্জামান (মনির), তথ্য ও প্রযুক্তি সম্পাদক তাসলিমা মেহজাবিন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক জান্নাত আক্তার, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মহিদুল ইসলাম, সদস্য অসীম তালুকদার ও জাকারিয়াসহ অনেকে।

বক্তারা বলেন, বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং প্রাকৃতিক দুর্যোগ রোধে সহায়তা করে। অপরিকল্পিতভাবে গাছ কাটার ফলে পরিবেশ আজ হুমকির মুখে। এ সংকট মোকাবিলায় সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও রক্ষণাবেক্ষণের আহ্বান জানান তারা।

বসুন্ধরা শুভসংঘ জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. শাহীন আলম বলেন, পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। তাই পরিবেশ নিয়ে সচেতনতা বাড়াতে আমাদের এ চারা বিতরণ কর্মসূচি।

তিনি আরও বলেন, বৃক্ষ হলো মানবজীবনের অপরিহার্য উপাদান অক্সিজেনের প্রধান উৎস। কিন্তু বর্তমানে নির্বিচারে গাছ কাটার কারণে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ক্রমাগত বাড়ছে, যা আমাদের জীববৈচিত্র্য ও মানবজীবনের জন্য চরম হুমকিস্বরূপ। তাই পরিবেশ রক্ষায় আমাদের আরও বেশি করে গাছ লাগাতে হবে এবং গাছের সঠিক যত্ন নেওয়া নিশ্চিত করতে হবে।

বসুন্ধরা শুভসংঘ জামালগঞ্জ শাখার উপদেষ্টা আব্দুল আহাদ বলেন, বসুন্ধরা শুভসংঘ প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের পাশে থেকে কাজ করছে। আমরা ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে চাই।

বসুন্ধরা শুভসংঘ জামালগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ বলেন, পরিবেশকে আরও সুন্দর, সবুজ ও প্রাণবন্ত করতে হলে আমাদের সবাইকে সচেতনভাবে নিজ নিজ বাড়ির আঙিনা, বিদ্যালয় কিংবা পাড়া-মহল্লায় গাছ লাগাতে হবে।

বসুন্ধরা শুভসংঘ জামালগঞ্জ উপজেলা শাখার তথ্য ও প্রযুক্তি সম্পাদক তাসলিমা মেহজাবিন বলেন, মানুষের সুস্থ ও নিরাপদ জীবনের জন্য একটি সুন্দর ও ভারসাম্যপূর্ণ পরিবেশ অত্যন্ত প্রয়োজন। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

পরিবেশ রক্ষায় বসুন্ধরা শুভসংঘের এ কার্যক্রম আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বার্তা হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।