ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

ইবিতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা

নিউজ ডেস্ক    | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৬, আগস্ট ১০, ২০২৫
ইবিতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ইবিতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা

বসুন্ধরা শুভসংঘ, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে পরিবেশের বিপর্যয় রোধ বিষয়ে প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) করিডোরে ‘সামাজিক আন্দোলনই পারে বাংলাদেশকে পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা করতে’ শীর্ষক এ সংসদীয় বিতর্ক অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগিতায় প্রধানমন্ত্রী হিসেবে সরকারি দলের নেতৃত্ব দেন শান্ত শিশির ইসলাম। অন্য সদস্যরা হলেন লাবিব হোসাইন ইফতি ও মারজান আক্তার তানিয়া।

অন্যদিকে বিরোধীদলীয় নেতা হিসেবে বিরোধী দলের নেতৃত্ব দেন ইয়াসিন আলী। এ দলের অন্যরা হলেন ফাহিমা হক ইভা ও আজমেরী রহমান।

বিতর্কে স্পিকার হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সদস্যসচিব দিদারুল ইসলাম রাসেল। বিচারক ছিলেন বেগম খালেদা জিয়া হল ডেবেটিং সোসাইটির সভাপতি তাজমীন রহমান ও লালন শাহ হল ডিবেটিং সোসাইটির সভাপতি ইয়ামান মোস্তাহসিন।

বিতর্কে সরকারি দল পরিবেশের বিপর্যয় রক্ষার জন্য সামাজিক আন্দোলনের পক্ষে বিভিন্ন যুক্তিতর্ক তুলে ধরেন। অন্যদিকে বিরোধী দল পরিবেশের বিপর্যয় রক্ষায় সরকারি পদক্ষেপের ওপর বেশি গুরুত্ব দেন।

উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারকদের মূল্যায়নে সরকারি দল বিজয়ী হয়। বিতর্কে শ্রেষ্ঠ বক্তা হয়েছেন বিরোধীদলীয় নেতার ভূমিকায় থাকা ইয়াসিন আলী।

পরবর্তীতে বিতর্কে অংশ নেওয়া উভয় দলের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয় শুভসংঘের সদস্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত থেকে বিতর্ক উপভোগ করেন।

বিতর্কে স্পিকারের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সদস্যসচিব দিদারুল ইসলাম রাসেল বলেন, ‘বিতর্ক কেবল একটি প্রতিযোগিতা নয়, সমালোচনামূলক চিন্তা-ভাবনা, মুক্ত মনোভাব এবং সহনশীলতার চর্চা গড়ে তুলতে বিতর্কের কোনো বিকল্প নেই। এই বিতর্কের মাধ্যমে অংশগ্রহণকারীসহ উপস্থিত সবাইকে পরিবেশের বিপর্যয় রোধের প্রয়োজনীয়তা বোঝানো হয়েছে। ’

বসুন্ধরা শুভসংঘ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ বলেন, ‘শিক্ষার্থীদের মাঝে পরিবেশ দূষণের পরিণতি ও বিপর্যয় রোধে করণীয় সম্পর্কে সচেতন করতেই আমাদের এই আয়োজন।

শুভসংঘ সব সময় শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক কার্যক্রম চালিয়ে আসছে। আগামীতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। ’

এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ