ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

ডেঙ্গু প্রতিরোধে কলারোয়ায় বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৮, আগস্ট ২১, ২০২৫
ডেঙ্গু প্রতিরোধে কলারোয়ায় বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা ডেঙ্গু প্রতিরোধে কলারোয়ায় বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা হয়েছে

সাতক্ষীরা: বর্ষা এলেই বাড়ির আঙিনা, ছাদ, দোকান কিংবা বসতবাড়িতে রাখা ফুলের টব, ডাবের খোসা, বোতল, ফেলনা পাত্র, কৌটা ইত্যাদিতে পানি জমে থাকে।  

নিয়মিত পরিষ্কার না করলে সেখানে সহজেই জন্ম নেয় এডিস মশা।

 

অতি দ্রুত বংশবৃদ্ধি করে এ মশা ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকার মতো ভয়াবহ রোগ ছড়ায়। ফলে একটি ছোট্ট অসচেতনতা পরিবার ও সমাজের জন্য বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়।

এমন বিপদের আশঙ্কা থেকে মানুষকে সচেতন করতে সাতক্ষীরার কলারোয়া উপজেলা বসুন্ধরা শুভসংঘ শাখার উদ্যোগে সচেতনতামূলক সভা করা হয়েছে।  

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘শুভ কাজে সবার পাশে’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়া বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে এ সভা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘের কলারোয়া উপজেলা শাখার সভাপতি ফারুক হোসেন রাজ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শিক্ষক মো. মহিরুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ফাহাদ হোসেন, কলারোয়া উপজেলা শাখার উপদেষ্টা ও কলারোয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান ও কাজী শামসুর রহমান।

এছাড়া দপ্তর সম্পাদক তাফহিমুল ইসলাম, সাহিত্য-সংস্কৃতিবিষয়ক সম্পাদক খান নাজমুস শাহাদাত, ক্রীড়া সম্পাদক মতিউর রহমান রুবেল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ, সদস্য আরিফুল ইসলাম, ওমর ফারুক, নুর হোসেন, বিল্লাল হোসেন ও আসাদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।  

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকরী উপায় হলো সচেতনতা। তাই সবাইকে নিয়মিত বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, ফুলের টব ও পানির পাত্র পরিষ্কার রাখা এবং প্রতিবেশীকেও সচেতন করতে হবে।

সভায় অংশগ্রহণকারীরা একযোগে প্রতিজ্ঞা করেন, নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন, যাতে ডেঙ্গু বা অন্য কোনো মশাবাহিত রোগে কেউ আক্রান্ত না হয়।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ